এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই বেশ দাপট দেখিয়েছে। দেশের প্রেক্ষাগৃহ কাঁপিয়ে এবার যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে।
আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং ১৯ এপ্রিল কানাডার কিছু প্রেক্ষাগৃহে বরবাদ মুক্তি পাচ্ছে। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ এই পরিবেশনার দায়িত্বে রয়েছে। তারা জানায়, আমেরিকায় বেশ ভালো সাড়া পেয়েছেন। টিকিট বিক্রির শুরুর দিনই দুই শহরের সব টিকিট শেষ হয়ে গেছে।
১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেসে, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়াসহ বাঙালি অধ্যুষিত প্রেক্ষাগৃহগুলোতে বরবাদ প্রদর্শিত হবে। ১৯ এপ্রিল কানাডার বাঙালি জনবসতিপূর্ণ মন্ট্রিয়ল, অটোয়া ও টরন্টো—এই তিন শহরে সিনেমাটি চলবে।
এসকে ফিল্মস ইউএসএ’র সার্বিক তত্ত্বাবধানে থাকা বদরুদ্দোজা সাগর বলেন, ‘নর্থ আমেরিকার কানেকটিকাট ও বোস্টনে প্রথম দিনেই বরবাদ-এর টিকিট ঘোষণার দিনেই সোল্ড আউট হয়ে গেছে। মিশিগানেও প্রায় সব টিকিট সোল্ড আউট! নিউইয়র্কসহ আরও যেসব স্থানে বাঙালি বসবাস করছেন, তাঁরা প্রচুর আগ্রহ নিয়ে টিকিট সংগ্রহ করছেন।’
তিনি আরও বলেন, ‘আশা করছি, নর্থ আমেরিকায় বরবাদ খুব ভালো চলবে। অফিশিয়ালি এএমসি ও রিগাল—এই দুটি সিনেমা চেইনের ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে।’
সিনেমায় শাকিব খানের বিপরীতে রয়েছেন ইধিকা পাল। বাবার চরিত্রে আছেন মিশা সওদাগর। অভিনয় করেছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত।