সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

অভিনয় ও রাজনীতি থেকে অবসরের ঘোষণা সোহেল রানার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৬:২১ পিএম

চলচ্চিত্রের পাশাপাশি রাজনীতিতে সরব ছিলেন কিংবদন্তি সোহেল রানা। এবার অবসরের ঘোষণা দিয়েছেন এ অভিনেতা ও প্রযোজক।

৭৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘১৯৭৩ সালে অভিনেতা হিসেবে যাত্রা শুরু করি। বর্তমানে বয়স ও শারীরিক কারণে আর আগের মতো কাজ সম্ভব হচ্ছে না। তাই অভিনয় ও রাজনীতি— দুই ক্ষেত্র থেকেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করে ১৯৭২ সালে শোবিজে পা রাখেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। ১৯৭৪ সালে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

পাঁচ দশকের বেশি সময় ধরে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহেল রানা।

অভিনয় থেকে অবসরের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘শুধু বয়স নয়, বর্তমানে যে ধরনের চরিত্র লেখা হয়, তাতে আমাদের মতো শিল্পীদের জায়গা নেই। বিদেশি সিনেমায় বয়সী শিল্পীদের জন্য আলাদা করে চরিত্র তৈরি হয়, আমাদের দেশে তা হয় না।’

নিজের আক্ষেপের কথাও জানালেন সোহেল রানা। তাঁর কথায়, ‘চলচ্চিত্রজগৎ তো এখন শেষ। এখন দু-চারজন যারা করছে, তাদের সঙ্গে আমাদের প্রজন্মের মিলছে না। যেভাবে আমাদের ব্যবহার করার কথা, তেমন উপযুক্ততা তাদের নেই। বিদেশি সিনেমায় দেখি, আমাদের বয়সের শিল্পীরা দিব্যি কাজ করছেন। তাদের জন্য আলাদাভাবে চরিত্র ও গল্প লেখা হচ্ছে। কিন্তু আমাদের দেশে সে রকম কিছু হচ্ছে না। আমাদের এখানে শিল্পীদের বয়স হয়ে গেলে শুধু বাবা-মা, চাচাদের ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা হয়। পারফর্ম করার সুযোগ থাকলে এ ধরনের চরিত্রে অভিনয় করা কোনো সমস্যা নয়। কিন্তু তা না হলে তো অভিনয়ের কোনো মানে হয় না। আমি সেই জায়গায় থেকেই চলে যেতে চাই। মানুষ আমাকে ভালোবাসে, সম্মান করে। মানুষের এই ভালোবাসা নিয়ে আমি সরে যেতে চাচ্ছি।’

সর্বশেষ তিনি অভিনয় করেন ‘মধ্যবিত্ত’ নামে একটি সিনেমায়, যা চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পায়। 

অন্যদিকে, সোহেল রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। পরে তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেন। ২০০৯ সালে তিনি জাপার প্রেসিডিয়াম সদস্য হন।​ ২০২০ সালে সোহেল রানা জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন। তবে ২০২২ সালের অক্টোবরে তিনি জাতীয় পার্টির প্রধান রওশন এরশাদের আহ্বানে সাড়া দিয়ে পুনরায় দলটিতে যোগ দেন এবং কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দু’জনেই ছিলেন রূপালি পর্দার কিংবদন্তি। এক জন কণ্ঠের জাদুকর, আর অন্য জন অপরূপা রূপসী। প্রেম, বিচ্ছেদ, বিয়ে আর মৃত্যু—সব মিলে কিশোর কুমার ও মধুবালার জীবনের গল্প যেন এক করুণ উপন্যাস। এক সময়ে প্রেমে...
গাছের নিচে গামছা পরে শুয়ে থাকা অবস্থায় ভাইরাল হওয়া ছবি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অভিনেতা সমু চৌধুরী। জানালেন, মানসিকভাবে সুস্থ আছেন এবং ঘটনাটি ছিল মাজার ভ্রমণ ও আধ্যাত্মিক সময় কাটানোর অংশ। গত...
ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ছবিতে অভিনয় করে শাকিব খানের বিপরীতে আলোচনায় এসেছেন ছোট পর্দার তারকা সাবিলা নূর। আলোচনা চলছে আরেক জনপ্রিয় টিভি অভিনেতা ফারহান আহমেদ জোভানকে নিয়েও। ঈদে প্রচারিত জোভান...
ঈদুল আজহায় দর্শকদের বিনোদনে মাতাতে টিভি চ্যানেলগুলো প্রস্তুত করেছে বিশেষ নাটক ও টেলিফিল্মের আয়োজন। আজ ঈদের ৭ম দিন (১২ জুন) প্রচার হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের একাধিক নাটক। রোমান্স,...
টটেনহাম হটস্পার ২০ বছর বয়সী ফ্রেঞ্চ ফরোয়ার্ড ম্যাথিস তেলকে পাকাপাকিভাবে ক্লাবে আনতে যাচ্ছে। গত পাঁচ মাস ধারে টটেনহামের জার্সিতেই খেলা এই ফরোয়ার্ডের জন্য শর্তসাপেক্ষে বায়ার্ন মিউনিখকে ৪ কোটি ইউরো...
ইরান দাবি করেছে, সম্প্রতি ইসরায়েলের ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলায় তারা তাদের নতুন ‘হাজ কাসেম’ নামের একটি ম্যানুভারেবল ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। রাষ্ট্রীয় সংস্থা ফারস নিউজ জানিয়েছে, শনিবার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.