ঝড়-টর না, এবার দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেওয়া হয়েছে ভয়াবহ দুর্যোগের পূর্বাভাস! তাপমাত্রা অথবা বাতাসের গতিবেগ অস্বাভাবিক রকম বাড়তে পারে, আসতে পারে মহাবিপদ সংকেত। দেশবাসীকে তাই যার যার অবস্থানে থাকার অনুরোধ করা হয়েছে। কারণ, চলে এসেছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার ফোরকাস্ট। দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত ১ মিনিট ৪১ সেকেন্ডের পূর্বাভাসের প্রথমাংশে এভাবেই দেওয়া হয় সতর্কবার্তা।
তাণ্ডবের উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী জয়া আহসান। আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হলেন তিনিও! অস্ত্র তাক করলেন শাকিব খানের কপাল বরাবর!
এমন কিছু একটা ঘটতে চলেছে, সেই ধারণা করা যাচ্ছিল সিনেমাটির ঘোষণা থেকেই। শাকিব খান ও রায়হান রাফী দ্বিতীয়বার একসঙ্গে হওয়ার মাধ্যমেই এই ধারণা করতে থাকেন অনেকে। এর প্রথম আভাস পাওয়া যায় ফার্স্টলুক পোস্টারে। সেখানে শরীরে আগুন নিয়ে শাকিব খান যেভাবে হেঁটে আসার ভঙ্গিতে ছিলেন, তাতে তাণ্ডব ছাড়া অন্যকিছু মনে হওয়ার সুযোগ ছিল না।
ভক্ত-দর্শকরাও চমকে গেছেন শাকিব খানের নতুন অবতারে।
সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। আসছে কোরবানি ঈদে সারাদেশে এটি মুক্তি পাবে। প্রযোজনায় রয়েছে আলফা আই, এসভিএফ ও চরকি।