আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত চলচ্চিত্র ‘টগর’। মঙ্গলবার (২০ মে) প্রকাশ্যে এসেছে আলোচিত এই ছবির প্রথম অফিশিয়াল পোস্টার। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্পে এটি পরিচালনা করেছেন আলোক হাসান।
পোস্টারে দেখা যায়, দাউদাউ করে জ্বলছে একটি শিল্পাঞ্চল। সেখানে রক্তমাখা ছুরি হাতে আদর আজাদ। পেছনে তাঁকে জড়িয়ে ধরে আছেন পূজা চেরী, যার চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি। চারদিকে ছড়িয়ে রয়েছে মৃতদেহ, যা ভয়াবহতার ইঙ্গিত দেয়।
আদর-পূজার ভক্তরা বলছেন, পোস্টারে বলিউড-হলিউড স্টাইলে থ্রিল এবং ইমোশন দুটোই ফুটে উঠেছে।
পরিচালক আলোক হাসান বলেন, ‘টগর শুধুমাত্র একটি গল্প নয়, এটি এক তরুণের যন্ত্রণাময় বাস্তবতা এবং তার ভিতরে লুকিয়ে থাকা আগুনের প্রতিচ্ছবি। দর্শকরা এই ছবিতে অ্যাকশন, প্রেম, সমাজের বাস্তবতা—সবকিছু একসঙ্গে খুঁজে পাবেন।’
চলচ্চিত্রটির প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক। পাশাপাশি, এই প্রকল্পে পার্টনার হিসেবে রয়েছে টাইগার মিডিয়া, প্রিয় হলিডেজ, ইজি ফ্যাশন, স্ট্রিমো ডিজিটাল, এলএমজিবিডি ও বিডি ফিল্মবাজ।
আদর আজাদ বলেন, ‘টগর আমার ক্যারিয়ারে এখনও পর্যন্ত সেরা ছবি। আশা করছি, দর্শকরা আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।’
পূজা চেরীর ভাষ্য, ‘এই ছবির জার্নিটা আমার কাছে খুবই স্পেশাল। গল্প, চরিত্র, গান—সবকিছুতেই ভিন্ন কিছু রয়েছে।’
সিনেমাটিতে আদর-পূজা ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন, এলআরখান সীমান্ত, শরিফুল প্রমুখ।