ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ছবিতে অভিনয় করে শাকিব খানের বিপরীতে আলোচনায় এসেছেন ছোট পর্দার তারকা সাবিলা নূর। আলোচনা চলছে আরেক জনপ্রিয় টিভি অভিনেতা ফারহান আহমেদ জোভানকে নিয়েও।
ঈদে প্রচারিত জোভান অভিনীত নাটক ‘আশিকি’ দর্শকপ্রিয়তার দিক থেকে তৈরি করেছে নতুন মাইলফলক। হয়েছে সমালোচনাও। কারণ একটি গানে জোভানের উপস্থিতি অতি-অভিনয় বলেছেন অনেকে।
এদিকে, হঠাৎ শাকিব খানের সঙ্গে একটি ছবি তুলে তা ফেসবুকে পোস্ট করেই কৌতূহলের জন্ম দিয়েছেন জোভান।
ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন—তাহলে কি সাবিলার পথ ধরে এবার জোভানও নামছেন বড় পর্দায়?
ছবিটির প্রসঙ্গে জানতে চাইলে জোভান বলেন, ‘আমাদের দেখা হয় একটি অনুষ্ঠানে। সেখানে ছিলেন সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ, মোস্তফা কামাল রাজ ভাইসহ অনেকে। মনে হলো, এই মুহূর্তটা ধরে রাখা উচিত। তাই একটা ছবি তুললাম। শাকিব ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম দেখা, তিনি খুবই ভদ্র এবং মার্জিত একজন মানুষ।’
তবে সিনেমায় কাজের বিষয়টি এখনই উড়িয়ে দিলেন জোভান। বললেন, ‘সিনেমা অনেক বড় জায়গা। আমি মনে করি, এখনো আমার সময় হয়নি। আরও ভালো নাটক করতে চাই, নিজেকে আরও ভাঙতে চাই। তারপর বড় পর্দায় নাম লেখাব।’