শাকিব খান অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’-এর পাইরেসির মূলহোতা টিপু সুলতানকে (৩৫) গ্রেপ্তার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার বিকেলে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। টিপু বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, ঢাকার বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের মামলায় টিপু সুলতান ১ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, টিপু সুলতান অবৈধভাবে তাণ্ডব সিনেমার সম্পূর্ণ এইচডি সংস্করণ পাইরেসি করে অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেন।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, ‘জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের চলচ্চিত্রশিল্প ধ্বংসের অপচেষ্টা যেকোনো মূল্যে রুখে দিতে ডিবি পুলিশ সদা সতর্ক।’
জানা গেছে, সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল বনানী থানায় মামলাটি দায়ের করেন। বর্তমানে আসামিকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। আরও রয়েছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ একঝাঁক তারকা।