ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’ নিয়ে প্রথমদিকে মাতামাতি থাকলেও ঈদের পরপরই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তানিম নূরের ‘উৎসব’। মুক্তির তিন সপ্তাহ পার হলেও দর্শকের ভিড় কমছে না, বরং বাড়ছে প্রতিদিন। সঙ্গে বাড়ছে হল ও শো সংখ্যাও। নির্মাতা জানালেন, এমন সাড়া তাঁর প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে।
মাত্র ১৬ দিনেই ‘উৎসব’-এর টিকিট বিক্রি ছাড়িয়েছে ২ কোটি টাকা। মুক্তির ১৮তম দিনে মাল্টিপ্লেক্সের ২৯টি শো থেকে সিনেমাটির আয় ২১ লাখ ৭৮ হাজার টাকা। একই দিনে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’র চলে ৫৮টি শো, আয় ১৯ লাখ ৬২ হাজার টাকা—অর্থাৎ তুলনায় পিছিয়ে।
উৎসব এখনকার সময়ের একটি ব্যতিক্রমধর্মী পারিবারিক সিনেমা, যা দেখার পর দর্শকরা আবেগে ফিরে যাচ্ছেন তাঁদের অতীতে। হল থেকে বেরিয়ে অনেকেই বলছেন, ‘এই সিনেমা আমাদের হারানো সময়ের কথা মনে করিয়ে দিল।’ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে এমন অসংখ্য মন্তব্য।
পরিচালক তানিম নূর বললেন, ‘ব্লকবাস্টার হবে কি-না জানি না। তবে যা হচ্ছে, তা দুর্দান্ত। দর্শকের ভালোবাসা আমার কাছে অনেক বড় ব্যাপার। চাই ছবিটা আরও মানুষ দেখুক। কোথায় গিয়ে থামে, তা সময়ই বলবে।’
উৎসব-এর কাহিনি লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত এই সিনেমায় অভিনয়ে রয়েছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে।