প্রায় দুই বছর ধরে সার্টিফিকেশন (সেন্সর) বোর্ডে আটকে ছিল কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন…’। বেশ কিছু আন্তর্জাতিক উৎসবে প্রশংসা ও পুরস্কার—সব পেলেও বিগত সময়ে দেশে মুক্তির অনুমতিই দেওয়া হয়নি ছবিটিকে। এবার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নির্মাতা জানালেন জুলাইয়ে আসছে ‘অন্যদিন…’।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় ধানমন্ডির স্টার সিনেপ্লেক্সে ছিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী। সিনেমাটি দেখতে এসেছিলেন বরেণ্য গুণীজনেরা। উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, কবি ও চিন্তক ফরহাদ মজহার, নাট্যজন সৈয়দ জামিল আহমেদ, আলোকচিত্রী শহিদুল আলম, লেখক মহিউদ্দিন আহমদ, সংগীতশিল্পী লুভা নাহিদ চৌধুরী, ব্যারিস্টার সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন, গবেষক আলতাফ পারভেজ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু প্রমুখ।
প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে সিনেমাটি সেন্সর বোর্ডে (বর্তমানে সার্টিফিকেশন বোর্ড) জমা পড়েছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও রাজনীতি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে ছবিটি নিয়ে আপত্তি তোলে বোর্ড। সেই থেকে মুক্তি আটকে ছিল ছবিটির।
এবার রাজনৈতিক পটপরিবর্তনের পর সেন্সর বোর্ডের নাম ও এখতিয়ার বদলে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ গঠন করে অন্তর্বর্তী সরকার। চলতি বছরের মার্চে ছবিটি সার্টিফিকেশন সনদ পায়।
২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে ছিল ‘অন্যদিন...’। ছবিটির জন্য ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোনো নির্মাতা হিসেবে ‘ফিচারড ডিরেক্টর’ সম্মাননা পান কামার আহমাদ সাইমন। সেই সঙ্গে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনালসহ আরও বেশ কিছু পুরস্কার পেয়েছেন।
অন্যদিন... প্রযোজক সারা আফরিন জানান, দিন-তারিখ ঠিক না হলেও জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁদের এই ছবি।