দেশের গণ্ডি পেরিয়ে কানাডা-আমেরিকার থিয়েটারে মুক্তি পেয়েছে ‘উৎসব’। নির্মাতা তানিম নূরের এই সিনেমা ইতিমধ্যেই প্রবাসীদের মাঝে ঝড় তুলেছে। উত্তর আমেরিকায় মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি সিনেমার ব্যবসায় দ্বিতীয় অবস্থানে জায়গা করে নিয়েছে এটি।
বিষয়টি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর কর্ণধার সজীব সপ্তক। তিনি জানান, উত্তর আমেরিকায় বাংলাদেশি সিনেমার ব্যবসার দিক থেকে ‘প্রিয়তমা’কে পেছনে ফেলে উৎসব এখন দ্বিতীয় অবস্থানে। প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির মোট সংগ্রহ ৯৩ হাজার ডলার।
তিনি বলেন, ‘অবিশ্বাস্য এক রেকর্ড ভাঙার খেলায় মেতেছে উৎসব। কানাডা ও আমেরিকার বক্স অফিসে রীতিমতো ঝড় বইয়ে দিচ্ছে চলচ্চিত্রটি, প্রথম সপ্তাহ শেষে গ্রস ৯৩,০০০ ডলার। উত্তর আমেরিকায় বাংলাদেশের চলচ্চিত্রগুলোর প্রথম সপ্তাহের আয় হিসেবে এটি এখন ২য় সর্বোচ্চ গ্রস, পেছনে পড়ে গেছে এর আগের ২য় সর্বোচ্চ প্রিয়তমা।’
মার্কিন চলচ্চিত্র বিশ্লেষণ সংস্থা কমস্কোর-এর বরাত দিয়ে এই পরিবেশক জানান, প্রথম সপ্তাহের কালেকশনের উপর নির্ভর করে উত্তর আমেরিকার শীর্ষ তিন বাংলাদেশি ছবির তালিকাটা এমন—শীর্ষে থাকা মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ মুক্তি পেয়েছিল ৮৬টি থিয়েটারে, ব্যবসা করেছিল ২ লাখ ৭১ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানের উৎসব সিনেমাটি মুক্তি পেয়েছে ৩৬টি থিয়েটারে, প্রথম সপ্তাহ শেষে ব্যবসা দাঁড়িয়েছে ৯৩ হাজার ডলার। অন্যদিকে, তৃতীয় অবস্থানে থাকা হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছিল ৪২টি থিয়েটারে, যা মোট ৮৪ হাজার ডলার ব্যবসা করেছিল।
আমেরিকায় এখন সিনেমা মুক্তির মৌসুম চলছে। সাম্প্রতিক সময়ে একাধিক বিগ বাজেটের হলিউড সিনেমা মুক্তি পেয়েছে। তাই কিছুটা আফসোস নিয়ে সজিব সপ্তক বলেন, ‘চলচ্চিত্রটি যদি একটু অফ পিক কোনো সময়ে রিলিজ হতো, যখন থিয়েটার পাওয়া নিয়ে কোনো সমস্যা থাকত না, লাইফটাইমে বিশাল কালেকশন ঘরে তুলতে পারত! তবে এ কঠিন সময়ে এমন পারফরম্যান্স করে সিনেমা চেইনগুলোকে একপ্রকার চমকে দিয়েছে উৎসব। মেইনস্ট্রিম গ্লোবাল এন্টারটেইনমেন্ট সিনে এটা বাংলাদেশের চলচ্চিত্রের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ স্টেইটমেন্ট।’
ঈদুল আজহায় মুক্তির প্রথমদিকে ঢিমেতালে চললেও সময়ের সঙ্গে দেশের প্রেক্ষাগৃহেও দর্শক সমাদৃত হয়েছে উৎসব। পারিবারিক গল্পের আবহে নির্মিত সিনেমাটিকে দর্শকরা ‘নব্বই দশকের নস্টালজিয়া’ বলে অভিহিত করছেন।
ডোপ প্রডাকশনস ও লাফিং এলিফ্যান্ট প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মানসহ অনেকে। কাহিনি লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।
এদিকে, ২০২৩ সালে মুক্তি পেয়েছিল হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা। মুক্তির পর দেশ-বিদেশে দারুণ ব্যবসাসফল হয়েছিল শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমাটি।