দীর্ঘদিনের বিরতির পর আবারও আলোচনায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর। অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে বসবাস করলেও গত বছর হঠাৎ করেই অভিনয়ে ফেরার ঘোষণা দিয়ে চমকে দিয়েছিলেন সবাইকে। নাম লিখিয়েছেন টানা দুটি সিনেমায়। এর মধ্যে ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার শুটিংয়েও অংশ নেন তিনি, যা তাঁর প্রত্যাবর্তনের প্রজেক্ট হিসেবে পরিচিত।
২০২৩ সালের এপ্রিলে প্রথম ধাপের শুটিং করেন শাবনূর। তখনই জানিয়েছিলেন, নিজেকে আরও প্রস্তুত করে বাকি অংশের শুটিংয়ে ফিরবেন। পরিকল্পনা ছিল ২০২৪ সালের ৮ আগস্ট থেকে দ্বিতীয় ধাপের কাজ শুরু করার। কিন্তু দেশের রাজনৈতিক-সামাজিক অস্থিরতায় তা আর সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া থেকে সাফ জানিয়ে দেন, ‘এখন শুটিংয়ের পরিস্থিতি নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরে নতুন শিডিউল দেব।’
এমন অবস্থায় ছড়িয়ে পড়ে গুঞ্জন—শাবনূর নাকি সম্মানী নিয়ে অসন্তুষ্ট, তাই নির্মাতাকে সময় দিচ্ছেন না। বলা হয়, নির্মাতা আরাফাত হোসাইন নাকি তাঁর সঙ্গে দেওয়া কথা রাখেননি। তবে শাবনূর নিজেই বিষয়টিকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন।
আরাফাত হোসাইন বলেন, ‘‘দ্বিতীয় লট শুটিংয়ের আগে কিছু প্রস্তুতির প্রয়োজন ছিল, তাই বিরতি। এখন সব প্রস্তুতি সম্পন্ন। আশা করছি, ডিসেম্বরেই আবার ‘রঙ্গনা’র ক্যামেরা চালু করব।’’
চলচ্চিত্রটিতে শাবনূরের পাশাপাশি রয়েছেন কাজী হায়াৎ, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, মিলি বাশার প্রমুখ। থাকছে তিনটি মৌলিক গান—লিখেছেন কবির বকুল, সুর ও কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গল্প লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপে রয়েছেন তন্ময় মুক্তাদির।