সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

এবার কাজান উৎসবে ‘মাস্তুল’

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১২:১১ পিএম

রাশিয়ান প্রজাতন্ত্র তাতারস্তানে আগামী ৫ সেপ্টেম্বর বসছে ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত মস্কোতে প্রশংসিত বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’-কে। গত সপ্তাহে নির্মাতা নূরুজ্জামানকে ইমেইলযোগে উৎসবে আমন্ত্রণ জানান আয়োজকরা। এমন আমন্ত্রণ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত নির্মাতা।

নূরুজ্জামান বললেন, ‌‘রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্তুল প্রদর্শিত হওয়ার পর বিভিন্ন উৎসব থেকেই সিনেমাটি দেখানোর আমন্ত্রণ পাচ্ছি। গত মাসেই রাশিয়ার চেবক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শিত ও প্রশংসিত হয়। এবার কাজান থেকে এলো আমন্ত্রণ, নিঃসন্দেহে এটা পুরো মাস্তুল টিমের জন্যই বিশেষ অনুপ্রেরণার।’ 

তবে কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে মাস্তুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে উৎসব কর্তৃপক্ষ জানায়, ২১তম উৎসবে ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ প্রোগ্রামে প্রতিযোগিতার বাইরে থেকে ১০টি চলচ্চিত্র নির্বাচন করেছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সহিংসতা ও নিষ্ঠুরতা এড়িয়ে বাছাই করা এই চলচ্চিত্রগুলো এসেছে ওইসব দেশ থেকে, যারা স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপের অন্তর্ভুক্ত।

মাস্তুল সিনেমার শুটিংয়ের একটি মুহূর্ত। ছবি: নির্মাতার সৌজন্যে

বাংলাদেশ ছাড়াও এবারের নির্বাচিত দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, কাজাখস্তান, ইরান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সৌদি আরব, কিরগিজস্তান ও উজবেকিস্তান-তুর্কমেনিস্তানের যৌথ প্রযোজনার ছবি।

উৎসব কর্তৃপক্ষ জানায়, এবারের আসন্ন কাজান চলচ্চিত্র উৎসবে ৬৭টি দেশ থেকে জমা পড়েছে ৮৪৫টি চলচ্চিত্র। রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এই উৎসব তাতারস্তান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রুস্তাম মিনিখানভের পৃষ্ঠপোষকতায় এবং রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপের অংশীদারিত্বে অনুষ্ঠিত হচ্ছে।

স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপের ডেপুটি কো-অর্ডিনেটর এলমিরা সাদিকোভার ভাষ্য অনুযায়ী, এবারের ‘রাশিয়া-ইসলামিক বিশ্ব’ বিভাগটি শুধু বিস্তৃত ভৌগোলিক অংশগ্রহণেই নয়, বরং ইসলামী বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ও রীতিনীতির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার একটি দুর্লভ সুযোগ হবে।

জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে রয়েছে টঙঘর টকিজ।

শুধু কাজান নয়, আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরে ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে মাস্তুল। এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান।

দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেয়ার আগেই দেশের দর্শকদের মাস্তুল দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রগতিশীল শিল্পীদের সংগঠন ‘দৃশ্যমাধ্যম সমাজ’। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন : জুলাই...
বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আরও এক সুখবর এলো; মাহদে হাসানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্যান্ড সিটি’ জিতেছে বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন উৎসব কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র...
জুলাই গণআন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর...
ভারতের দক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় আজ রোববার সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের ফিল্মনগরের নিজ বাসভবনে মৃত্যু হয় ৮৩ বছল বয়সী এ শিল্পীর।...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.