সেকশন

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

জনগণের টাকায় কেনা বন্দুক তাক করেছিল নিজের নাগরিকদের ওপর: বাঁধন

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০২:৪০ পিএম

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালের আজকের দিনে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল। কিন্তু তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার লাখও শিক্ষার্থীর এই দাবি নিয়ে ছলাকলা শুরু করে। ক্রমশ আন্দোলনরতদের ওপর শুরু হয় রাষ্ট্রীয় দমন-পীড়ন। বাড়তে থাকে হতাহতের সংখ্যা। এমন পরিস্থিতিতে সেই কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে, অবশেষে তা পরিণত হয় ছাত্র-জনতার গণ-আন্দোলনে। ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন বাহিনী ও আওয়ামী লীগের দলীয় ‘স্পেশাল ফোর্স’র বুলেটের আঘাতে জীবন দেন হাজারও নিরীহ মানুষ। আহত হন ২০ হাজারেরও বেশি মানুষ। অবশেষে টানা ৩৬ দিনের রক্তক্ষয়ী আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। রক্তাক্ত সেই জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজকের শোকাবহ দিনে স্মৃতির পাতায় ফিরে গেলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জুলাই আন্দোলন চলাকালে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর ব্যানারে গণমানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।

মঙ্গলবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় পতাকার ছবি শেয়ার করে অভিনেত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমার জীবনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। আমাকে তা আশা দিয়েছিল—আমাকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর সাহস দিয়েছিল।’ 

ভয়াল সেই দিনের কথা স্মরণ রেখে তিনি বলেন, ‘এটা সহজ কোনো সিদ্ধান্ত ছিল না, কিন্তু আমি এটা করেছি। ভালো ভবিষ্যতের সম্ভাবনায় বিশ্বাসী হয়ে সাধারণ জনগণের পাশে থেকেছি।’

বাঁধন বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলাম, যা জনগণের টাকায় কেনা বন্দুক তাক করেছিল নিজের নাগরিকদের ওপর। মানুষকে কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করা হচ্ছিল। নিরীহ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছে। কিছু না বুঝেই রিয়া মণির (রিয়া গোপ) মতো ছোট্ট মেয়েরা চরম মূল্য দিল।’

প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘সেই দিনগুলোতে, আমরা ঐক্যবদ্ধ ছিলাম—আমাদের অধিকারের জন্য, আমাদের জাতির জন্য। এটা জীবনের এক সময় ছিল, যেখানে আমরা আরও ভালো কিছু, কিছু একটা করার স্বপ্ন দেখার সাহস করেছিলাম। এবং আমি সবসময় সেই সাহস এবং সেই আশা আমার সঙ্গে বহন করব।’

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর ব্যানারে রাজপথে নেমেছিলেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার, গণমাধ্যমসহ দৃশ্যমাধ্যমের নানা শাখার কর্মীরা।

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রগতিশীল শিল্পীদের সংগঠন ‘দৃশ্যমাধ্যম সমাজ’। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন : জুলাই...
‘তাণ্ডব’ বনাম ‘উৎসব’— এবারের ঈদে ঢাকাই সিনেমায় আলোচনার কেন্দ্রে এই দুই ছবি। ‘তাণ্ডব’ সিনেমায় ছিলেন সুপারস্টার শাকিব খান, আর ‘উৎসব’-এ অন্যতম মুখ...
কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ জুন) দিবাগত রাতে সামাজিকমাধ্যমে বিষয়টি ভাইরাল হলে নেটদুনিয়ায় প্রতিবাদের ঝড় উঠে। দোষীদের বিচারের দাবিতে...
শাকিব খান ও আজমেরী হক বাঁধন—দুজনেরই ছবি মুক্তি পেয়েছে ঈদে। বাঁধনের ‘এশা মার্ডার’ ও শাকিবের ‘তাণ্ডব’—দুই ছবি নিয়েই চলছে আলোচনা। তবে স্বাভাবিকভাবেই কিং খানের ছবি ঘিরেই প্রতিক্রিয়া বেশি। এবার তেমনই...
নিবন্ধন প্রত্যাশী ১৪৪টি দলের আবেদনেই ত্রুটি-বিচ্যুতি রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব কে এম আলী নেওয়াজ। ধাপে ধাপে সব দলকেই চিঠি দেওয়া হবে। আজ চিঠি দেওয়া হয়েছে ৬২টি দলকে। এসব দলকে গ্যাপ...
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেন না এই সরকার শেখ হাসিনার সরকারের মতো বিদেশে অর্থ পাচার করবে না।...
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের’ চেয়ারম্যান খায়রুল বাশারের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.