মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা রাশিদ পলাশের নতুন সিনেমা ‘রঙবাজার’। ছবিটি নির্মিত হয়েছে একটি যৌনপল্লী উচ্ছেদের সত্য ঘটনা অবলম্বনে। প্রায় দুই বছর আগে সিনেমাটি নির্মিত হয়, এবার তা মুক্তি পেতে যাচ্ছে আসন্ন দুর্গাপূজায়।
ইনডিপেনডেন্ট ডিজিটালকে এ তথ্য নিশ্চিত করেছেন রাশিদ পলাশ নিজেই। তিনি বললেন, ‘অনেকদিন ধরেই রঙবাজার মুক্তির জন্য একটা সুবিধাজনক সময়ের অপেক্ষায় ছিলাম। এবার প্রযোজক ছবি দুর্গাপূজায় মুক্তি দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।’
চলচ্চিত্রটির গল্প লিখেছেন তানজিব অতুল, আর চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। যেখানে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো একটি যৌনপল্লী একরাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা। প্রযোজনায় রয়েছে লাইভ টেকনোলজি। করোনা পরবর্তী সময়ে ব্যবসাসফল ‘পরাণ’র পর এর মাধ্যমে আবারও নতুন সিনেমা আনছে সংস্থাটি।
রঙবাজার নিয়ে রাশিদ পলাশের ভাষ্য, ‘এটি এমন এক ছবি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে সমাজের একদল মানুষ, যাদের আমরা প্রায়শই আড়ালে রেখে দিই—পতিতালয়বাসী নারী ও পুরুষরা। এই সিনেমার প্রতিটি চরিত্র, দৃশ্য গড়ে উঠেছে এক অদ্ভুত বাস্তবতা থেকে, যা সাধারণত পর্দায় দেখা যায় না।’
যোগ করে তিনি বলেন, ‘আমরা এমন এক গল্প তুলে এনেছি, যা অস্বস্তিকর হতে পারে, আবার তীব্র মানবিকও। এই গল্পে রয়েছে অসম ভালোবাসা, বেঁচে থাকার লড়াই, আর সমাজের মুখোশ খুলে দেওয়ার সাহস।’
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ একঝাঁক শিল্পী। সিনেমাটির সংগীতায়োজন করেছেন জাহিদ নীরব।