সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম নেতা ও প্রধানমন্ত্রী জোসেফ স্ট্যালিনের ভূমিকায় অভিনয় করবেন ‘শোগুন’খ্যাত তারকা কসমো জার্ভিস। ‘ইয়ং স্ট্যালিন’ নামে এই ইতিহাসনির্ভর থ্রিলারের পরিচালনায় রয়েছেন জর্জিয়ান-ফরাসি পরিচালক গেলা বাবলুয়ানি।
সিনেমাটির প্রযোজনায় রয়েছে অ্যাক্সেস এন্টারটেইনমেন্ট, ইতিমধ্যেই দর্শকদের যারা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ ও ‘কনক্লেভ’র মতো অস্কারে বাজিমাত করা চলচ্চিত্র উপহার দিয়েছে।
ইয়ং স্ট্যালিন নির্মিত হবে ব্রিটিশ ইতিহাসবিদ সাইমন সেবাগ মন্টেফিওরের একই শিরোনামের জনপ্রিয় একটি বই অবলম্বনে। যেখানে এই সোভিয়েত নেতার শুরুর দিকের দিনগুলো ফুটে উঠবে, যখন তিনি বিপ্লব-পূর্ব রাশিয়ায় একটি ব্যাংক ডাকাত চক্রের একজন গ্যাংস্টার ছিলেন। পরিচালকের সঙ্গে সিনেমাটির চিত্রনাট্য করেছেন লেখক সাইমন সেবাগ নিজেও।
রুশ বিপ্লব এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অপরাধ জগতের পটভূমিতে নির্মিতব্য এই সিনেমা একজন একনায়কের প্রতিচ্ছবিকে প্রতিফলিত করে, যিনি সন্ত্রাস, যুদ্ধ ও আদর্শের ভিত্তিতে বিংশ শতাব্দীকে নতুন রূপ দেওয়ার স্বপ্ন দেখছেন। সিনেমাটির লগলাইন—‘রাশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতির ঘটনা।’
নির্মাতা বাবলুয়ানি বলেন, ‘আমি সবসময়ই মহান, কিন্তু আলোচনার বাইরে থাকা গল্পের প্রতি আকৃষ্ট হয়েছি, এবং স্ট্যালিনের চেয়ে এমনটা আর নেই। এটি ক্ষমতার প্রতিকৃতি নয়, বরং সেই আগুনের মধ্যে অবতরণ, যা এমনটা তৈরি করেছে। কসমোর সঙ্গে আমাদের একজন প্রধান অভিনেতা রয়েছেন, যিনি বিপদ, আকর্ষণ ও পরিচয়ের ভাঙন বোঝেন।’
প্রসঙ্গত, কসমো জার্ভিস সম্প্রতি ইরাক যুদ্ধ নিয়ে নির্মিত ‘ওয়ারফার’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও তাঁর হাতে আরও বেশকিছু সিনেমার কাজ রয়েছে।
সূত্র: ভ্যারাইটি