‘স্পাইডার ম্যান’খ্যাত মার্কিন অভিনেতা জ্যাক বেটস মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।
গণমাধ্যমে জ্যাকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাগ্নে ডিন সুলিভান। তিনি জানান, অভিনেতা নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
২০০২ সালে স্যাম রাইমি পরিচালিত ‘স্পাইডার ম্যান’ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী পরিচিতি পান জ্যাক বেটস। সিনেমাটিতে তিনি ‘হেনরি বলকান’ চরিত্রে অভিনয় করেছেন। ওয়েস্টার্ন চলচ্চিত্রে এই অভিনেতার প্রথম ছবি ‘সুগার কল্ট’। এ ছাড়াও তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘গডস অ্যান্ড মনস্টার্স’, ‘দ্য অ্যাসাসিনেশন অব ট্রোটস্কি’, ‘ফলিং ডাউন’, ‘ব্যাটম্যান ফরেভার’ প্রভৃতি।
১৯২৯ সালে আমেরিকার নিউ জার্সিতে জন্মগ্রহণ করেন জ্যাক। তাঁর পুরো নাম জ্যাক ফিলমোর বেটস। ১০ বছর বয়সে তিনি এবং তাঁর পরিবার মায়ামিতে চলে আসেন। মায়ামি বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটারে ডিগ্রি অর্জন করেন জ্যাক। এরপর ১৯৫৩ সালে উইলিয়াম শেক্সপিয়ারের ‘রিচার্ড ৩’-এ একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু। এ সময় তিনি নিউইয়র্কে চলে এসেছিলেন।
সূত্র: ভ্যারাইটি