হলিউডের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’। ইতিমধ্যে এই সিরিজের মুক্তিপ্রাপ্ত ১০টি সিনেমাই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি ব্যবসাসফলও বটে। এবার ভক্তদের জন্য সুখবর! মুক্তি পেতে চলেছে এই সিরিজের শেষ কিস্তি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা ভিন ডিজেল।
শনিবার (২৮ জুন) রাতে ক্যালিফোর্নিয়ার একটি কার রেসিং অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এই হলিউড তারকা। সেখানে তাঁর সঙ্গে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অভিনেতা কোডি ওয়াকার ও টাইরেস গিবসনও উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানেই ভক্তদের সঙ্গে এই চাঞ্চল্যকর তথ্য শেয়ার করেন ভিন ডিজেল। তিনি জানান, ২০২৭ সালের এপ্রিলে সিরিজটির শেষ কিস্তি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই অভিনেতা বলেন, ‘স্টুডিও আমাকে বলেছিল, ‘ভিন, আমরা কি ২০২৭ সালের এপ্রিলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এর ফাইনাল করতে পারি?’ আমি বললাম, তিনটি শর্তে। প্রথমত, ফ্র্যাঞ্চাইজিকে লস অ্যাঞ্জেলেসে ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, কার কালচার, স্ট্রিট রেসিংয়ে ফেরা। তৃতীয়ত, ডম (ডমিনিক টরেটো) ও ব্রায়ান ও’কনারকে পুনরায় একসঙ্গে করা!’’
শেষ শর্ত শুনে অবশ্য ভক্তদের চোখ ছানাবড়া! কেননা, ব্রায়ান ও’কনার চরিত্রে বাজিমাত করা অভিনেতা পল ওয়াকার ২০১৩ সালে ৪০ বছর বয়সে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা যান। ফলে চরিত্রটি কীভাবে ফিরবে তা অস্পষ্ট! বিকল্প হিসেবে তাঁকে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের (এআই) সাহায্যে রূপায়ন করা যেতে পারে। যদিও এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
এই ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ ছবি ‘ফাস্ট এক্স’ মুক্তি পায় ২০২৩ সালের মে মাসে। ৩৪০ মিলিয়ন ডলারের বিশাল বাজেটের বিপরীতে সিনেমাটি বিশ্বব্যাপী ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে। অভিনয় করেছেন ভিন ডিজেল, অ্যালান রিচসন, জেসন মোমোয়া, মিশেল রদ্রিগেজ, রিতা মোরেনো ও ব্রি লারসন। দীর্ঘ বিরতির পর এবারের নতুন কিস্তিতে ‘ফাস্ট এক্স’র গল্পের ধারাবাহিকতা থাকবে কি-না, তা স্পষ্ট নয়।
সূত্র: ভ্যারাইটি