সেকশন

শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
Independent Television
 

মারা গেছেন ‘কিল বিল’খ্যাত হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৩:৩৮ পিএম

হলিউডের জনপ্রিয় অভিনেতা মাইকেল ম্যাডসেন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মালিবুতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এএফপিকে দেওয়া বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছেন তাঁর মুখপাত্র।

চার দশকের অভিনয়জীবনে তিন শতাধিক চরিত্রে দেখা গেছে ম্যাডসেনকে। তবে তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন কোয়েন্টিন টারান্টিনোর ‘রেজারভোয়ার ডগ্‌স’ ছবিতে ‘মিস্টার ব্লন্ড’ এবং ‘কিল বিল’ সিরিজে ‘বাড’ চরিত্রে অভিনয়ের জন্য। টারান্টিনোর ‘দ্য হেটফুল এইট’ ও ‘ওয়ান্স আপন আ টাইম... ইন হলিউড’-এও দেখা গেছে তাঁকে।

মাইকেলের ম্যানেজার সুসান ফেরিস ও রন স্মিথ এবং জনসংযোগ কর্মকর্তা লিজ রড্রিগেজ এক যৌথ বিবৃতিতে বলেন, ‌‘মাইকেল ম্যাডসেন ছিলেন হলিউডের অন্যতম আইকনিক অভিনেতা। তাঁর শূন্যতা বহু মানুষ গভীরভাবে অনুভব করবে।’

মাইকেল ম্যাডসেন। ছবি: সংগৃহীতঅভিনয়ের পাশাপাশি ম্যাডসেন কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৩’-এ। লিখেছেন কবিতার সংকলনও। তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে—‘থেলমা অ্যান্ড লুইস’, ‘ফ্রি উইলি’, ‘ডনি ব্রাস্কো’, ‘ডাই অ্যানাদার ডে’ (জেমস বন্ড সিরিজ) প্রভৃতি।

মাইকেল ম্যাডসেন ১৯৫৭ সালের ২৫ সেপ্টেম্বর শিকাগোতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একজন দমকলকর্মী এবং মা চলচ্চিত্র নির্মাতা। তাঁর বোন ভার্জিনিয়া ম্যাডসেনও একজন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে তিনবার বিয়ে করেছিলেন ম্যাডসেন। তাঁর ছয় সন্তান রয়েছে। ২০২২ সালে তাঁর এক সন্তান আত্মহত্যা করেছিলেন।

দক্ষিণী ছবির অন্যতম জনপ্রিয় তারকা বিজয় দেবরকোন্ডা। বড় পর্দায় তাঁর উগ্র পুরুষালি রূপই হয়ে উঠেছে দর্শকপ্রিয়তার অন্যতম কারণ। ‘অর্জুন রেড্ডি’র চরিত্রে তাঁকে এখনও মনে রেখেছেন অনেকে। যদিও বলিউডে অভিনয়...
হলিউড এনসাইক্লোপেডিয়ায় (বিশ্বকোষ) নতুন মাত্রা যোগ করেছে অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান এবং বিখ্যাত প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্সের মার্কেটিং কৌশল।   আগামী বছরের ১৭ জুলাই মুক্তি...
সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘দীপ্ত স্টার হান্ট’। অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালেতে ঘোষণা এসেছিল, বিজয়ীরা দুই বছরের চুক্তিতে দীপ্ত টিভি প্রযোজিত ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও...
মাত্র চার বছর বয়সে বাবা-মায়ের হাত ধরে ফ্রান্সে পাড়ি জমিয়েছিল এক ঢাকাই ছেলে। জায়গা হয় প্যারিস শহরের এক গাদাগাদি ঘরে। আর দশজন প্রবাসীর মতোই জীবনটা শুরু হয়েছিল কষ্ট দিয়েই। সময়টা ছিল ১৯৯৪ সাল। এরপর...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আবারও হুমকি দিয়েছেন যে, ব্রিকস গ্রুপের দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর তিনি ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে তিনি বলেন, যদি এই দেশগুলো প্রকৃত...
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচের একটি পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল আফগানিস্তান। ওই সময় খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের...
শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজ শনিবার সকাল শুরু হয়েছে সমাবেশের আনুষ্ঠানিকতা। পরিবেশন হচ্ছে হামদ ও নাত। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়। 
অ্যাক্রোফোবিয়া হলো উচ্চতা বা উঁচু জায়গার প্রতি তীব্র এবং অযৌক্তিক ভয়। এটি শুধু পাহাড়, উঁচু ভবন বা ছাদে ওঠার সময় নয়, এমনকি কখনও কখনও সিঁড়ি বেয়ে ওঠার সময়ও ঘটতে পারে। এই ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.