কলকাতার বাংলা ব্যান্ডের অন্যতম ঝাণ্ডাধারী রূপম ইসলামের কাছে বাংলাদেশের কিছু মানুষ নমস্য। তাঁর মধ্যে অন্যতম হলেন নগরবাউল জেমস। কেন সেটা, সে কারণটা রূপম বহুবার বলেছেন। তাই জেমসকে কাছে পেয়ে নিজেকে সংবরণ করতে পারলেন না। ছবি পোস্ট করে লিখলেন, মহাগুরুর হাসিমুখ!
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গত ৩ মার্চ ‘দুই বাংলার মেলবন্ধন’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছিল। তাতে পারফর্ম করে জেমসের ব্যান্ড নগরবাউল ও রূপমের ব্যান্ড ফসিলস। এ কনসার্টের মাধ্যমে চার বছর পর কলকাতায় গাইলেন জেমস। সেই মঞ্চেই জেমসকে ‘মহাগুরু’ বলে সম্বোধন করেন রূপম। এমনকি ৪ মার্চ নিজের সোশ্যাল মাধ্যমেও লিখলেন গায়ক। ছবির ক্যাপশনটা ছিল এমন—‘গতকালের সন্ধ্যে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়।’
মূলত কনসার্টটি ছিল নগরবাউল ও ফসিলসকে কেন্দ্র করেই। রোববার (৩ মার্চ) রূপম নিজেও সেই কনসার্টের ভিডিও লাইভ করেছেন। ‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব।
এদিকে, কনসার্টে বাংলা গানের পাশাপাশি জেমস করেছেন হিন্দি গানও। ভিগি ভিগি, আলবিদা কিংবা চাল চালে’র মতো হিন্দি গান ছিল সে তালিকায়।
একসময় বলিউডেও রাজত্ব করেছেন জেমস। বলিউডেও তাঁর ভক্তের সংখ্যা কম নেই। সেটা মাথায় রেখেই হয়তো গানের লাইনআপটা এভাবেই বেঁধেছিলেন এই আন্তর্জাতিক রকস্টার।