শাহ আবদুল করিম ও হাসন রাজার ভাটির দেশ থেকে ইট-পাথরের ঢাকা, প্রেম-বিচ্ছেদের সুখ কিংবা বেদনা থেকে রাজপথের মিছিল—সবকিছুর মেলবন্ধন ঘটায় যে মানুষ, সেই মানুষের গান গাওয়ার সংকল্প তুহিন কান্তি দাসের।
আজ বিকেলে চারুকলার বকুলতলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেতে যাচ্ছে এই সংগীতশিল্পীর প্রথম একক অ্যালবাম ‘সন্ধ্যা নামিলো শ্যাম’। এতে থাকছে ৪টি গান। এগুলো হলো ‘সন্ধ্যা নামিল শ্যাম’, ‘আসমানেরও চাঁদ’, ‘দরদিয়া’ ও ‘হারিয়ে টের পাই’।
এর মধ্যে অ্যালবামের শিরোনাম গানটি আসছে ভিডিও আকারে। এতে মডেল হিসেবে রয়েছেন নানজিবা তোরসা ও খালিদ মাহমুদ সাদ। নির্মাণ করেছেন সৈয়দা নীলিমা দোলা। ভিডিওটির ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে ছিলেন তন্ময় পাল রজত।
অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে তুহিন কান্তি দাসের ৫-৬টি মৌলিক গান নিয়ে রয়েছে ‘তুহিন ও বন্ধু’দের পরিবেশনা। শ্রদ্ধার্ঘ্য হিসেবে তাঁরা গাইবেন শিল্পী রায়হান সোহেল ও রিক্সাচালক সরোয়ার মনসুরের গান।
অনুষ্ঠানটিতে ‘গানপোকা’ ও ‘কৃষ্ণপক্ষ’ ব্যান্ডের পরিবেশনা ছাড়াও একক শিল্পী হিসেবে গেয়েছেন সোহান আলী, মূয়ীয মাহফুজসহ অনেকে।