বাবা হচ্ছেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী মার্কিন মডেল হেইলির বেবিবাম্পের ছবি পোস্ট করে ভক্তদের এই সুখবর দেন তিনি।
বেশ কিছু দিন ধরেই গুঞ্জন চলছিল যে, অন্তঃসত্ত্বা হেইলি বিবার। অবশেষে জানা গেল, বাবা হতে চলেছেন জনপ্রিয় কানাডীয় এই গায়ক।
শুধু তাই নয়, সন্তান আসার খুশিতে খ্রিস্টান রীতিনীতি অনুযায়ী ফাদারের সামনে দাঁড়িয়ে আবারও বিয়ে করেন এই জুটি।
জাস্টিন বিবার ও নায়িকা-গায়িকা সেলেনা গোমজের প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘ ৮ বছর। এরপর ২০১৮ সালে অনেকটা চুপিসারেই বিয়ে করেছিলেন জাস্টিন-হেইলি। খবরটি কেউই প্রকাশ্যে আনেননি। এরপর বিয়ের চার বছর পূর্তিতে তাঁদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি। এর ৬ বছর পর অবশেষে পিতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন জাস্টিন।