কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন সম্প্রতি তাদের ফেসবুক পেজে একটি টিজার প্রকাশ করেছে। সেটির ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জুনুন’র ‘সাইওনি’ গানটির সংগীত। ক্যাপশনে লেখা—‘২০২৫: আ নিউ বিগেইনিং’।
এই সূত্র ধরে আয়োজক প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মুখ খুলেননি। তবে সূত্রের মাধ্যমে ইনডিপেনডেন্ট ডিজিটাল জানতে পারে যে, এ বছর অ্যাসেনের বেশকিছু চমকপ্রদ কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর শুরুটা হতে যাচ্ছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’ কিংবা গায়ক আলি আজমতের মাধ্যমে!
ইতিমধ্যে এই ব্যান্ডের সঙ্গে অ্যাসেন কর্তৃপক্ষের আলাপ-আলোচনাও নাকি হয়েছে। এরপরই এই টিজার প্রকাশ করা।
জানা যায়, আগামী মে মাসে অনুষ্ঠিত হতে পারে এই কনসার্ট। যেখানে জুনুন ছাড়াও দেশীয় শিল্পীদের পারফর্ম করার কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত, সবশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়েছিল পাকিস্তানের সুফি ধারার ব্যান্ড জুনুন। এর আগেও চট্টগ্রামের একটি কনসার্টে পারফর্ম করেছিলেন তাঁরা।
প্রসঙ্গত, গত বছরের ২৮ সেপ্টেম্বর ঢাকায় পারফর্ম করেছে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’। যৌথভাবে এই কনসার্ট আয়োজন করেছিল অ্যাসেন, জির্কোনিয়াম ও ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স। তবে আয়োজনটি ঘিরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শেষমেশ সেনাবাহিনীর প্রহরায় অনুষ্ঠানটি শেষ করতে পারেন আয়োজকরা।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ‘জাল-এর কনসার্টটি কোনোভাবেই আমাদের নিয়ন্ত্রণে ছিল না। ভেন্যু নিয়ে জটিলতা ছিল, দর্শকরা বিশৃঙ্খলা শুরু করেছিল। তারপর আমরা সেনাবাহিনী ডাকতে বাধ্য হই। যেভাবেই হোক আমরা কনসার্টটি শেষ করতে চেয়েছিলাম যেন ইন্টারন্যাশনাল আর্টিস্টরা কোনো অভিযোগ করতে না পারেন। অবশেষে সেনাবাহিনীর সহযোগিতায় ভালোভাবেই শেষ হয়। আশা করছি এবার তেমনটা হবে না।’