সেকশন

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
Independent Television
 

ঢাকায় আসছে পাকিস্তানের ‘জুনুন’?

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ পিএম

কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন সম্প্রতি তাদের ফেসবুক পেজে একটি টিজার প্রকাশ করেছে। সেটির ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জুনুন’র ‘সাইওনি’ গানটির সংগীত। ক্যাপশনে লেখা—‘২০২৫: আ নিউ বিগেইনিং’।

এই সূত্র ধরে আয়োজক প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলেও তারা মুখ খুলেননি। তবে সূত্রের মাধ্যমে ইনডিপেনডেন্ট ডিজিটাল জানতে পারে যে, এ বছর অ্যাসেনের বেশকিছু চমকপ্রদ কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর শুরুটা হতে যাচ্ছে পাকিস্তানি ব্যান্ড ‘জুনুন’ কিংবা গায়ক আলি আজমতের মাধ্যমে!

ইতিমধ্যে এই ব্যান্ডের সঙ্গে অ্যাসেন কর্তৃপক্ষের আলাপ-আলোচনাও নাকি হয়েছে। এরপরই এই টিজার প্রকাশ করা।

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে আলি আজমতসহ জুনুন-এর শিল্পীরা। ছবি: সংগৃহীত

জানা যায়, আগামী মে মাসে অনুষ্ঠিত হতে পারে এই কনসার্ট। যেখানে জুনুন ছাড়াও দেশীয় শিল্পীদের পারফর্ম করার কথা রয়েছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু চূড়ান্ত হয়নি। 

প্রসঙ্গত, সবশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়েছিল পাকিস্তানের সুফি ধারার ব্যান্ড জুনুন। এর আগেও চট্টগ্রামের একটি কনসার্টে পারফর্ম করেছিলেন তাঁরা।

প্রসঙ্গত, গত বছরের ২৮ সেপ্টেম্বর ঢাকায় পারফর্ম করেছে পাকিস্তানি ব্যান্ড ‘জাল’। যৌথভাবে এই কনসার্ট আয়োজন করেছিল অ্যাসেন, জির্কোনিয়াম ও ইন এফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্স। তবে আয়োজনটি ঘিরে চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। শেষমেশ সেনাবাহিনীর প্রহরায় অনুষ্ঠানটি শেষ করতে পারেন আয়োজকরা। 

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, ‘জাল-এর কনসার্টটি কোনোভাবেই আমাদের নিয়ন্ত্রণে ছিল না। ভেন্যু নিয়ে জটিলতা ছিল, দর্শকরা বিশৃঙ্খলা শুরু করেছিল। তারপর আমরা সেনাবাহিনী ডাকতে বাধ্য হই। যেভাবেই হোক আমরা কনসার্টটি শেষ করতে চেয়েছিলাম যেন ইন্টারন্যাশনাল আর্টিস্টরা কোনো অভিযোগ করতে না পারেন। অবশেষে সেনাবাহিনীর সহযোগিতায় ভালোভাবেই শেষ হয়। আশা করছি এবার তেমনটা হবে না।’

চারদিক ধ্বংসস্তূপ। বাতাসে মিশে রয়েছে বারুদের ঘ্রাণ। কখন যেন আবারও উড়ে আসে একটা ইসরায়েলি বোমারু বিমান, রয়েছে সেই উৎকণ্ঠা! বাঁচার জন্য ছুটে বেড়াচ্ছে যুবা-বৃদ্ধ থেকে শুরু করে সেখানকার নিষ্পাপ শিশুরাও।...
এক যুগ আগে তৈরি করা গানের ভাবনা এবার ভিজ্যুয়াল রূপ পেল। জনপ্রিয় ব্যান্ড মেঘদল প্রকাশ করেছে তাদের নতুন গান ‘গোলাপের নাম’। প্রায় ১২ বছর আগে গানটির কথা, সুর ও ভাবনা তৈরি করেছিলেন ব্যান্ডের গায়ক,...
ঢাকায় আবারও ফিরছে দেশীয় ব্যান্ডসংগীতপ্রেমীদের অন্যতম বড় আয়োজন—ঢাকা রক ফেস্ট। ২০২২ সালের পর এ উৎসবের আর কোনো আসর না হলেও এবার নতুন করে শুরু হচ্ছে এই রক উন্মাদনা। বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক স্কাই...
রক ব্যান্ড ‘সোলস’ তাদের ৫০ বছরের সংগীতযাত্রাকে উদযাপন করতে আয়োজন করছে বিশেষ এক আনপ্লাগড কনসার্ট। ‘সোলস আনপ্লাগড: ফিফটি ইয়ারস অব টাইমলেস মিউজিক’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২ মে,...
২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের জনপ্রিয় পর্যটনস্থল পাহেলগামে ঘটে যায় এক মর্মান্তিক সন্ত্রাসী হামলা। যেখানে নিহত হন অন্তত ২৬ জন, যাদের মধ্যে ২৫ জন ছিলেন ভারতীয় পর্যটক এবং একজন...
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ২ নারী শিক্ষার্থীকে আটক করার খবরটি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির মিডিয়া...
লক্ষ্মীপুরের সদর ও রায়পুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন সাবেক ব্যাংক কর্মকর্তা ও একজন মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাগুলো ঘটে।
কাশ্মীরের পেহেলগামে জঘন্য সন্ত্রাসী হামলার ঘটনা কাঁপিয়ে দিয়েছে ভারতকে। ২৬ পর্যটকের প্রাণহানির এই ঘটনার শোক ছুঁয়ে গেছে সবাইকেই। এই ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.