‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বসেছে ‘তারুণ্যের উৎসব’। মেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনারসহ নানা রকম আয়োজনে সাজানো তিন দিনব্যাপী এই উৎসরে আজ শেষদিন। আর এই সমাপনীতে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস।
জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, উৎসবের সমাপনী আসরে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় থাকছে নগরবাউল চমক।
গণমাধ্যমে জেমস বলেন, ‘আমার পথচলার অন্যতম শক্তি হলো তারুণ্য। ওদের জন্যই আমার গাওয়া। সেই তারুণ্যের উৎসবের সমাপনী আয়োজনে গাইব, এটা ভালোলাগার বিষয়। সবাইকে স্বাগত।’
কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন শিল্পীরা। নগরবাউল ছাড়াও এদিন মঞ্চে গাইবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। তারুণ্যের উৎসব আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর।