‘সবার আগে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের উদ্যোগে ঢাকায় আয়োজিত ‘স্বাধীনতা কনসার্ট’ একদিন পিছিয়ে আগামী শনিবার (১২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। পূর্বঘোষণা অনুযায়ী এটি শুক্রবার (১১ এপ্রিল) হওয়ার কথা থাকলেও, ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে ওইদিন ঢাকায় এক সংহতি মিছিলের কর্মসূচী রয়েছে। এ কারণেই কনসার্টটি একদিন পিছিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। তিনি জানান, ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ১১ এপ্রিল প্রতিবাদ মিছিলে সবাই অংশ নেবেন। তাই ১২ এপ্রিল শনিবার এই স্বাধীনতা কনসার্ট অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সকল কর্মসূচিতে সংহতি প্রকাশ করছি।’
এই বছর রাজধানী ঢাকাসহ চারটি শহরে স্বাধীনতা কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই কনসার্টের মাধ্যমে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি, লোকসংগীত এবং মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরাই মূল লক্ষ্য। বিদেশি (ভারতীয় ও পাকিস্তানি) গান নয়, বরং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় প্রাধান্য দেওয়া হবে।
চার শহরে একযোগে কনসার্ট
এই কনসার্ট শুধু ঢাকায় নয়, বরং একযোগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় অনুষ্ঠিত হবে। ঢাকায় ভেন্যু নির্ধারণ করা হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ, চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনায় স্থানীয় স্টেডিয়াম, আর বগুড়ায় সম্ভবত আলতাফুন্নেছা মাঠ বা আজিজুল হক কলেজ মাঠ।