সেকশন

শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২
Independent Television
 

৭ মিনিট করতালিতে ভাসলেন ইউ২’র বোনো

আপডেট : ১৭ মে ২০২৫, ০৬:৪৩ পিএম

কান চলচ্চিত্র উৎসব মাতালেন বিশ্বখ্যাত ব্যান্ড ইউ২’র ভোকালিস্ট বোনো। শুক্রবার (১৬ মে) উৎসবে তাঁকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‌‘বোনো: স্টোরিজ অব সারেন্ডার’ প্রদর্শিত হয়, যা মূলত এই তারকার আত্মজীবনী। প্রদর্শনী শেষে টানা ৭ মিনিটি দর্শকের করতালিতে (স্ট্যান্ডিং ওভেশন) ভাসলেন তিনি। 

করতালির সময় আবেগপ্রবণ হয়ে পড়েন গায়ক। করতালির শব্দ ক্ষীণ হতে শুরু করলে, তিনি তাঁর বক্তৃতা শুরু করেন কয়েকটি শব্দ দিয়ে এবং আগামী বছর সাবলীলভাবে ফরাসি ভাষায় কথা বলার প্রতিশ্রুতি দেন।

দর্শকের উদ্দেশে বোনো বলেন, ‌‘আমি ফরাসি নয়, আমি একজন আইরিশ এবং আমি নিজে নিজে তৈরি কেউ নয়।’ 

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের ফটোকলে বোনো। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বোনো: স্টোরিজ অব সারেন্ডার তথ্যচিত্রটি পরিচালনা করেছেন এন্ড্রু ডমিনিক। এটি মূলত বোনোর স্মৃতিকথার একটি সংস্করণ, ‘আত্মসমর্পণ: ৪০টি গান, একটি গল্প’।

ব্যান্ড ম্যানেজার পল ম্যাকগিনেস এবং সতীর্থদের প্রশংসা করে বোনো বলেন, ‘এই গল্প তোমাদের লেখা। দ্য এজ (কি-বোর্ডিস্ট) লিখেছে। অ্যাডাম (বেজিস্ট) ও ল্যারি (ড্রামার) এই গল্প লিখেছে। ম্যাকগিনেস লিখেছে এই গল্প।’

তথ্যচিত্রে উঠে এসেছে বোনোর জীবনের গল্প। যেখানে পরিবার, বন্ধুবান্ধব ও বিশ্বস্ততার গল্প শুনিয়েছেন তিনি। এতে তাঁর বিকন থিয়েটারের ‘স্টোরিজ অব সারেন্ডার’ কনসার্টের অদেখা ফুটেজ রয়েছে। আগামী ৩০ মে তথ্যচিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে উন্মুক্ত হবে।

প্রসঙ্গত, সংগীতশিল্পীর বাইরে বোনো একজন গীতিকার ও মানবাধিকার কর্মী। আফ্রিকার বিভিন্ন দেশে দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহায়তা কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস যখন বিচারিক হেনস্তার মুখোমুখি হয়েছিলেন, তখন প্রতিবাদ জানিয়ে যে ১৭৫ জন বিশ্বনেতা ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারকে চিঠি দিয়েছিলেন, তাঁদের একজন এই সংগীত তারকা।

সূত্র: ভ্যারাইটি

ভেঙে ফেলা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি ম্যুরাল। যেটি স্থাপন করা হয়েছিল বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভবন এবং পুরাতন কলা অনুষদ ভবনের মাঝামাঝি পুকুরের অংশে। ম্যুরালটি একজন নারী...
গানের জগত ছাড়িয়ে সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা বৈষম্যের বিরুদ্ধে নিয়মিত সরব থাকেন এই তরুণ গায়ক। নানা সময় তার...
ঈদ মানেই গান-উৎসব। ক্যাসেট-সিডি পরবর্তী সময়ে অডিও গানগুলো যেমন ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জড়ো করা হয়, তেমনি সিনেমার গানও মুক্তি পায় একই প্ল্যাটফর্মে। কোরবানির ঈদের সংখ্যাটা এবার কম, তবে...
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘আনন্দ উৎসব’। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অনুষ্ঠিত হবে এ উৎসব। গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে...
রাতে ম্যাচ, তার আগে বিকেল বেলা ইউভেন্তুসের খেলোয়াড় ও কর্মকর্তাদের কয়েকজনকে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্মেলনে, ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে ছিলেন তাঁরা। আর ট্রাম্প...
ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনায় ইতি টানতে গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বেশ কয়েকবার টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনজন কূটনীতিকের বরাতে দিয়ে এ তথ্য...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.