কান চলচ্চিত্র উৎসব মাতালেন বিশ্বখ্যাত ব্যান্ড ইউ২’র ভোকালিস্ট বোনো। শুক্রবার (১৬ মে) উৎসবে তাঁকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘বোনো: স্টোরিজ অব সারেন্ডার’ প্রদর্শিত হয়, যা মূলত এই তারকার আত্মজীবনী। প্রদর্শনী শেষে টানা ৭ মিনিটি দর্শকের করতালিতে (স্ট্যান্ডিং ওভেশন) ভাসলেন তিনি।
করতালির সময় আবেগপ্রবণ হয়ে পড়েন গায়ক। করতালির শব্দ ক্ষীণ হতে শুরু করলে, তিনি তাঁর বক্তৃতা শুরু করেন কয়েকটি শব্দ দিয়ে এবং আগামী বছর সাবলীলভাবে ফরাসি ভাষায় কথা বলার প্রতিশ্রুতি দেন।
দর্শকের উদ্দেশে বোনো বলেন, ‘আমি ফরাসি নয়, আমি একজন আইরিশ এবং আমি নিজে নিজে তৈরি কেউ নয়।’
বোনো: স্টোরিজ অব সারেন্ডার তথ্যচিত্রটি পরিচালনা করেছেন এন্ড্রু ডমিনিক। এটি মূলত বোনোর স্মৃতিকথার একটি সংস্করণ, ‘আত্মসমর্পণ: ৪০টি গান, একটি গল্প’।
ব্যান্ড ম্যানেজার পল ম্যাকগিনেস এবং সতীর্থদের প্রশংসা করে বোনো বলেন, ‘এই গল্প তোমাদের লেখা। দ্য এজ (কি-বোর্ডিস্ট) লিখেছে। অ্যাডাম (বেজিস্ট) ও ল্যারি (ড্রামার) এই গল্প লিখেছে। ম্যাকগিনেস লিখেছে এই গল্প।’
তথ্যচিত্রে উঠে এসেছে বোনোর জীবনের গল্প। যেখানে পরিবার, বন্ধুবান্ধব ও বিশ্বস্ততার গল্প শুনিয়েছেন তিনি। এতে তাঁর বিকন থিয়েটারের ‘স্টোরিজ অব সারেন্ডার’ কনসার্টের অদেখা ফুটেজ রয়েছে। আগামী ৩০ মে তথ্যচিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে উন্মুক্ত হবে।
প্রসঙ্গত, সংগীতশিল্পীর বাইরে বোনো একজন গীতিকার ও মানবাধিকার কর্মী। আফ্রিকার বিভিন্ন দেশে দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহায়তা কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস যখন বিচারিক হেনস্তার মুখোমুখি হয়েছিলেন, তখন প্রতিবাদ জানিয়ে যে ১৭৫ জন বিশ্বনেতা ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারকে চিঠি দিয়েছিলেন, তাঁদের একজন এই সংগীত তারকা।
সূত্র: ভ্যারাইটি