ডেমরা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন গায়ক মাঈনুল আহসান নোবেল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত মঙ্গলবার (২৪ জুন) এ জামিন মঞ্জুর করেন।
এর আগে, ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গত ২০ মে গ্রেপ্তার হন গায়ক নোবেল। অভিযোগ, সেই নারীকে ৭ মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন তিনি।
এরপর গত বুধবার (১৮ জুন) নোবেলকে মামলার বাদী সেই নারীকে বিয়ে করার আদেশ দেন আদালত। সেই মোতাবেক বৃহস্পতিবার (১৯ জুন) কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নোবেল ও পাত্রী ইসরাত জাহান প্রিয়ার উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। কারাগার থেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করে এই আলোচিত গায়ক।
কারাগার সূত্রে জানা যায়, এই বিয়েতে দেনমোহর ধরা হয় ১০ লাখ টাকা। উভয় পক্ষের সাক্ষী হিসেবে ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান, মো. সাদেক উল্লাহ ভূইয়া।