ভারতের পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের ওপর একটি কোর্স চালু করছে কানাডার বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক পপ সংস্কৃতিতে এই সংগীতশিল্পীর প্রভাব অন্বেষণ করতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬ সালের শেষদিকে টরন্টো মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে (টিএমইউ) কোর্সটি চালু হবে।
দিলজিৎ দোসাঞ্জের আসন্ন চলচ্চিত্র ‘সরদার জি ৩’-এ পাকিস্তানি তারকা হানিয়া আমিরের অভিনয় করার কারণে বিতর্ক দানা বাঁধার কয়েক ঘণ্টা আগেই এই ঘোষণা এসেছে। সিনেমাটি আগামী ২৭ জুন ভারত ছাড়া বিশ্বব্যাপী মুক্তি পাবে।
রোববার (২২ জুন) দিবাগত রাতে দিলজিৎ দোসাঞ্জ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেও কানাডার বিশ্ববিদ্যালয়ে তাঁকে নিয়ে কোর্স চালুর সুখবরটি শেয়ার করেছেন।
বিলবোর্ড কানাডার একটি প্রতিবেদন অনুসারে, টিএমইউ’র দ্য ক্রিয়েটিভ স্কুলে এই কোর্স চালুর মাধ্যমে কানাডায় প্রথমবারের মতো কোনো পাঞ্জাবি শিল্পীর ওপর দৃষ্টি নিবদ্ধ করছে।
এই কোর্সে সংস্কৃতি, সংগীত ও প্রবাসী প্রাসঙ্গিকতা এবং বিশ্বমঞ্চে দিলজিতের কাজের ক্রমবর্ধমান প্রভাবের দিকে আলোকপাত করা হবে।
দিলজিতের গল্পকে ক্লাসরুমে তুলে ধরতে পেরে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। টরন্টো মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘তিনি পাঞ্জাবি সংগীতকে বিশ্বের দরবারে অন্য মাত্রা দিয়েছেন। তাঁর জার্নি নিয়ে পড়াশোনা করলে শিক্ষার্থীরা জানতে পারবে— কীভাবে আঞ্চলিক ভাষা, সুর ব্যবহার করে পপ সংস্কৃতিকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া যায়।’
এদিকে, কানাডার বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে আপ্লুত দিলজিৎ। তাঁর ম্যানেজার বলেন, ‘দিলজিতের গান শুধু বাণিজ্য করে না। শিকড়ের প্রতিনিধিত্বও করে। এটা পাঞ্জাবি ও দক্ষিণ এশিয়ার জন্য গর্বের।’
প্রসঙ্গত, গত কয়েকবছরে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন দিলজিৎ। ২০২৪ সালে ইমতিয়াজ আলি পরিচালিত ‘অমর সিং চামকিলা’য় নামকরা পাঞ্জাবি শিল্পীর চরিত্রেও অভিনয় করেন তিনি। তবে নিজ দেশে এই শিল্পীকে নিয়ে বিতর্কেরও যেন শেষ নেই!
সূত্র: এনডিটিভি