সামাজিকমাধ্যমে বিয়ে বিচ্ছেদের কথা জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। আবেগঘন এক স্ট্যাটাসে তিনি জানান, স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের সঙ্গে ছয় বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন তিনি।
বুধবার (২৫ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে কনা লেখেন, ‘আমার বিবাহিত জীবনের পরিসমাপ্তি ঘটেছে।’ তাঁর এই ঘোষণা ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও বিস্ময় তৈরি করে!
তবে বিষয়টি ঘিরে বিভ্রান্তি সৃষ্টি হয় যখন কনার স্বামী গহিন তাঁর ফেসবুক পোস্টে ভিন্ন বক্তব্য দেন, আবার কিছুক্ষণ পর সেই পোস্ট মুছেও ফেলেন! কিন্তু মুহূর্তেই তাঁর ওই পোস্টে স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়।
পোস্টে গহিন লিখেছিলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়নি।’ কনাকে মেনশন করে তিনি বলেন, ‘যারা কনাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন, তারা কুচক্রী ও কুরুচিপূর্ণ মানসিকতার মানুষ। আমাদের মধ্যে কিছু পারিবারিক সমস্যা রয়েছে, যেগুলো আমরা মিলে সমাধানের চেষ্টা করছি।’
গহিন আরও লেখেন, ‘আল্লাহ না করুন যদি কোনোদিন আলাদা হতে হয়, তবে সেটি হবে আমাদের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের কারণেই। কোনো পরকীয়া বা কল্পিত গুজব এই বিচ্ছেদের কারণ নয়। এ ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’
এ বিষয়ে জানতে কনার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তাঁর সাড়া পাওয়া যায়নি।
এদিকে, কনা নতুন সম্পর্কে জড়িয়েছেন বলেও গুঞ্জন রয়েছে। শোনা যাচ্ছে, তাঁর নতুন প্রেমিকের নাম মো. শাহরিয়ার সাঈদ শুভ্র। তিনি একজন পেশাদার লিড গিটারিস্ট। বিভিন্ন ব্যান্ড ও গানের দলের সঙ্গে সংগীত করেন।
প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী ইফতেখার গহিনকে বিয়ে করেন কনা। এবার সেই সম্পর্কের ভাঙনের ইঙ্গিত দিলেন গায়িকা নিজেই। যদিও স্বামীর বিপরীত বক্তব্যে বিচ্ছেদের বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই রয়েছে।