দীর্ঘদিন পর আবারও মিউজিক ভিডিও তৈরি করলেন নির্মাতা আদনান আল রাজীব। তাঁর পরিচালিত ভিডিওচিত্রে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী সুনিধি নায়েকের নতুন গান ‘পালাবে কোথায়’। কথা, সুর ও সংগীতে করেছেন অর্ণব।
তবে ২৬ জুন গানটি ইউটিউবে প্রকাশের পর সবার চোখ ছানাবড়া! সুনিধির সঙ্গে গানটিতে মডেল হয়েছেন ‘পরাণ’খ্যাত অভিনেতা শরীফুল রাজ।
দর্শকরা যেমন গানচিত্রের প্রশংসা করছেন, তেমনই রাজের উপস্থিতিও তাঁদের নজর কেড়েছে। যেখানে অভিনেতাকে বেশ ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে দেখা গেছে।
প্রসঙ্গত, ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শরীফুল রাজ অভিনীত চলচ্চিত্র ‘ইনসাফ’। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। আরও রয়েছেন মোশাররফ করিম। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। আগামী ঈদে এর সিক্যুয়েল মুক্তির কথা রয়েছে।