দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের কার্যনির্বাহী সংসদ পুনর্বিন্যাস করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন ডা. সারওয়ার আলী। শনিবার (২৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও ছায়ানটের সাবেক সভাপতি ড. সন্জীদা খাতুনের মৃত্যুর পর সভাপতির পদটি শূন্য ছিল।
ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন ছায়ানট কার্যালয়ের প্রতিনিধি অনিন্দ্য রহমান। তিনি জানান, প্রয়াত সভাপতি সন্জীদা খাতুন ও নুরুন্নাহার আবেদীনের শূন্যস্থান পূরণে ট্রাস্টি বোর্ডে যুক্ত হয়েছেন সাঈদা কামাল ও রুচিরা তাবাসসুম নভেদ।
সভায় জাতিসত্তার চেতনায় সহিষ্ণু, সম্প্রীতিময় সমাজ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি বাংলা গানের নিখুঁত চর্চা ও বিস্তারে গতিশীলতা আনায় গুরুত্ব দেওয়া হয়। গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা এবং ইরান-ইসরায়েল সংঘর্ষে গভীর উদ্বেগও প্রকাশ করে ছায়ানট।
পুনর্বিন্যস্ত ছায়ানট কার্যকরী সংসদ
সভাপতি: ডা. সারওয়ার আালী
সহ-সভাপতি: খায়রুল আনম শাকিল ও পার্থ তানভীর নভেদ
সাধারণ সম্পাদক: লাইসা আহমদ লিসা
যুগ্ম-সম্পাদক: জয়ন্ত রায় ও তানিয়া মান্নান
কোষাধ্যক্ষ: নাসেহুন আমীন
সদস্য: মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাহাস খলিল, আমিনুল ইসলাম দীপু, সাহানা আক্তার রহমান পাপড়ি, মাসুদা নার্গিস আনাম কল্পনা, জুবায়ের ইউসুফ, গৌতম সরকার, জেসমিন বুলি ও সেমন্তী মঞ্জরী