বাংলা সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। ‘সাগরের তীর থেকে’ গান দিয়ে যিনি জয় করেছিলেন অসংখ্য হৃদয়—সেই কণ্ঠশিল্পী জীনাত রেহানা আর নেই। আজ বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০-এর কাছাকাছি। তাঁর প্রস্থানে সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
চ্যানেল আই জানায়, গুলশানের আজাদ মসজিদে প্রথম জানাজার পর বিকেলে চ্যানেল আই প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই গুণী শিল্পীকে।
১৯৬৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে পথচলা শুরু করেন জীনাত রেহানা। ১৯৬৮ সালে তাঁর গাওয়া ‘সাগরের তীর থেকে’ গানটি তাঁকে এনে দেয় অভূতপূর্ব জনপ্রিয়তা। এরপর আধুনিক, আধ্যাত্মিক ও শিশুতোষ সংগীতে তিনি হয়ে ওঠেন এক উজ্জ্বল নাম।
তাঁর কণ্ঠে বহু গান আজও বাঙালির হৃদয়ে গাঁথা। উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে—‘একটি ফুল আর একটি পাখি বলতো কী নামে তোমায় ডাকি’, ‘আমি কাঁকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’ প্রভৃতি।
জীনাত রেহানার স্বামী মোস্তফা কামাল সৈয়দ দেশের খ্যাতনামা টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ৩১ মে তিনি মারা যান।