আবারও বিতর্কের তুফানে মার্কিন র্যাপার কানিয়ে ওয়েস্ট! জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে নিয়ে গান গেয়ে এবার চরম বিপাকে পড়লেন এই শিল্পী। গানের শিরোনামই যখন ‘হেইল হিটলার’, তখন তা নিয়ে তোলপাড় হবেই!
এবার সেই বিতর্কের জেরে কানিয়ে ওয়েস্টের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। এর আগেও কানিয়ে আক্রমণাত্মক বেশ কিছু মন্তব্য করেছেন—এ কথা উল্লেখ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, ‘গানটি প্রকাশের পর আমার কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করেছে। ঘৃণা আমদানি করার কোনো প্রয়োজন নেই—তাই কানিয়ে ওয়েস্ট এখন আর অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।’
বিয়াঙ্কার মন খারাপ?
কানিয়ে ওয়েস্টের স্ত্রী অস্ট্রেলীয় ডিজাইনার বিয়াঙ্কা সেন্সরি। স্বামীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা নিয়ে বিয়াঙ্কা এখনও কিছু বলেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ঘুরছে—‘বিয়াঙ্কা কি তাহলে একাই দেশে ফিরবেন?’ যদিও তাঁরা গত ফেব্রুয়ারিতে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন।
গানের নামেই লঙ্কাকাণ্ড!
চলতি বছরের মে মাসে মুক্তি পায় হেইল হিটলার। গানটির যে নামকরণ করা হয়েছে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিতর্কিত। একসময় জার্মানিতে নাৎসি শাসনকালে হিটলারকে ঘিরে এই অভিবাদন প্রচলিত ছিল। গানটিতে হিটলার বন্দনা ছাড়াও ভিডিওতে পশুর চামড়া পরা মানুষ দেখা যায়—সব মিলিয়ে হৈচৈ পড়ে যায় চারদিকে। স্পটিফাই, ইউটিউব, অ্যাপল মিউজিক—সব জায়গা থেকেই গানটি নিষিদ্ধ করা হয়। তবুও একদিনের মধ্যে গানটির ভিউ লাখ ছাড়িয়ে যায়।
পরিবর্তনের নাটক!
গানটি নিয়ে তীব্র সমালোচনার মুখে কানিয়ে ওয়েস্ট বলেন, ‘আমি আর ইহুদিবিদ্বেষী অবস্থানে নেই।’ এরপর তিনি গানের নতুন সংস্করণ প্রকাশ করেন, যার নাম ‘হ্যালেলুইয়া’। সেখানে নাৎসি প্রসঙ্গ বাদ দিয়ে তুলে ধরেন ধর্মীয় বার্তা।
তবে অনেকেই বলছেন, ‘ভিউ পাওয়ার পরই যেন অনুশোচনা জেগেছে!’
অস্ট্রেলিয়া বনাম কানিয়ে, পুরনো ইতিহাস
এর আগেও ২০২৩ সালে কানিয়ের হিটলার ও হলোকাস্ট নিয়ে ‘ভয়ানক’ মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী। তখনই তাঁর প্রবেশ নিষিদ্ধ করার দাবি ওঠে। মন্ত্রী বার্ক এবার বললেন, ‘আমাদের দেশে এমনিতেই যথেষ্ট সমস্যা রয়েছে, সেখানে ইচ্ছা করে ঘৃণা আমদানি করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
বিতর্ক যেন তাঁর পরিচয়!
বহু পুরস্কারজয়ী এই গায়ক আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন। নিজেকে ‘নাৎসি’ বলেও পরিচয় দিয়েছেন। ২০২২ সালে ক্রীড়াসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান অ্যাডিডাস তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। পরে যদিও দু-পক্ষের আইনি বিরোধ মিটে যায়। তবে এতকিছুর পরও এ কথা বলতেই হয়—কানিয়ে ওয়েস্ট মানেই বিতর্ক!