সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

হিটলারকে নিয়ে গান! কানিয়ে ওয়েস্টকে অস্ট্রেলিয়ায় ‘নো এন্ট্রি’

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৫:২৮ পিএম

আবারও বিতর্কের তুফানে মার্কিন র‍্যাপার কানিয়ে ওয়েস্ট! জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে নিয়ে গান গেয়ে এবার চরম বিপাকে পড়লেন এই শিল্পী। গানের শিরোনামই যখন ‘হেইল হিটলার’, তখন তা নিয়ে তোলপাড় হবেই!

এবার সেই বিতর্কের জেরে কানিয়ে ওয়েস্টের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। এর আগেও কানিয়ে আক্রমণাত্মক বেশ কিছু মন্তব্য করেছেন—এ কথা উল্লেখ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বলেছেন, ‘গানটি প্রকাশের পর আমার কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করেছে। ঘৃণা আমদানি করার কোনো প্রয়োজন নেই—তাই কানিয়ে ওয়েস্ট এখন আর অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।’

বিয়াঙ্কার মন খারাপ?
কানিয়ে ওয়েস্টের স্ত্রী অস্ট্রেলীয় ডিজাইনার বিয়াঙ্কা সেন্সরি। স্বামীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা নিয়ে বিয়াঙ্কা এখনও কিছু বলেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ঘুরছে—‘বিয়াঙ্কা কি তাহলে একাই দেশে ফিরবেন?’ যদিও তাঁরা গত ফেব্রুয়ারিতে বিয়ে বিচ্ছেদের আবেদন করেছেন। 

গানের নামেই লঙ্কাকাণ্ড!
চলতি বছরের মে মাসে মুক্তি পায় হেইল হিটলার। গানটির যে নামকরণ করা হয়েছে, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিতর্কিত। একসময় জার্মানিতে নাৎসি শাসনকালে হিটলারকে ঘিরে এই অভিবাদন প্রচলিত ছিল। গানটিতে হিটলার বন্দনা ছাড়াও ভিডিওতে পশুর চামড়া পরা মানুষ দেখা যায়—সব মিলিয়ে হৈচৈ পড়ে যায় চারদিকে। স্পটিফাই, ইউটিউব, অ্যাপল মিউজিক—সব জায়গা থেকেই গানটি নিষিদ্ধ করা হয়। তবুও একদিনের মধ্যে গানটির ভিউ লাখ ছাড়িয়ে যায়।

পরিবর্তনের নাটক!
গানটি নিয়ে তীব্র সমালোচনার মুখে কানিয়ে ওয়েস্ট বলেন, ‘আমি আর ইহুদিবিদ্বেষী অবস্থানে নেই।’ এরপর তিনি গানের নতুন সংস্করণ প্রকাশ করেন, যার নাম ‘হ্যালেলুইয়া’। সেখানে নাৎসি প্রসঙ্গ বাদ দিয়ে তুলে ধরেন ধর্মীয় বার্তা।

তবে অনেকেই বলছেন, ‘ভিউ পাওয়ার পরই যেন অনুশোচনা জেগেছে!’

অস্ট্রেলিয়া বনাম কানিয়ে, পুরনো ইতিহাস
এর আগেও ২০২৩ সালে কানিয়ের হিটলার ও হলোকাস্ট নিয়ে ‘ভয়ানক’ মন্তব্যের কড়া সমালোচনা করেছিলেন অস্ট্রেলিয়ার শিক্ষামন্ত্রী। তখনই তাঁর প্রবেশ নিষিদ্ধ করার দাবি ওঠে। মন্ত্রী বার্ক এবার বললেন, ‘আমাদের দেশে এমনিতেই যথেষ্ট সমস্যা রয়েছে, সেখানে ইচ্ছা করে ঘৃণা আমদানি করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিতর্ক যেন তাঁর পরিচয়!
বহু পুরস্কারজয়ী এই গায়ক আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন। নিজেকে ‘নাৎসি’ বলেও পরিচয় দিয়েছেন। ২০২২ সালে ক্রীড়াসামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান অ্যাডিডাস তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। পরে যদিও দু-পক্ষের আইনি বিরোধ মিটে যায়। তবে এতকিছুর পরও এ কথা বলতেই হয়—কানিয়ে ওয়েস্ট মানেই বিতর্ক!

দীর্ঘদিন ধরে বাংলা গানের অঙ্গনে জনপ্রিয় নাজমুন মুনিরা ন্যানসি। একের পর এক হিট গান আর কণ্ঠের জাদুতে জয় করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অর্জন করেছেন অসংখ্য স্বীকৃতি। এবার সেই...
এর আগে রোববার (৬ জুলাই) ফরিদা পারভীনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছিল। কিন্তু গতকাল বিকেলে সিটি স্ক্যান করার পর...
বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী এবং পারস্পরিক বন্ধুত্বের গভীরতা উদযাপন করতে আয়োজিত হচ্ছে ‘দ্বিতীয় চীন-বাংলাদেশ সংগীত প্রতিযোগিতা’। দুই দেশের সংস্কৃতিকে কাছাকাছি আনার...
সোলস’র ৫৩ বছরের পথচলার মধ্যে ৪৭ বছরই ব্যান্ডটির সঙ্গে ছিলেন নাসীম আলী খান। কিন্তু বছর দুয়েক ধরে তিনি আর সোলস-এ নেই। হেঁটেছেন নিজের পথে। গঠন করেছেন নতুন ব্যান্ড, যার নাম ‘নাসীম আলী খান প্রজেক্ট’।...
অভিনয় ছেড়ে রাজনীতিতে এলেও, এক বছরের মধ্যেই রাজনীতিতে মহা বিরক্ত কঙ্গনা রনৌত! ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হিমাচলপ্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হন তিনি। কিন্তু সাংসদ হওয়ার পরপরই...
আট দিন বন্ধ থাকার পর দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি আজ বৃহস্পতিবার থেকে পাথর উৎপাদন শুরু হয়েছে। মধ্যপাড়া পাথর খনির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ রফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ আজ বৃহস্পতিবার।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.