সত্য ঘটনার অনুপ্রেরণায় নির্মিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’ মুক্তি পেতে যাচ্ছে চরকিতে। আজ মঙ্গলবার বিকেলে প্ল্যাটফর্মটি এমন ঘোষণা দেয়। যেখানে জানানো হয়, আগামী বৃহস্পতিবার রাত ৮টায় সিনেমাটি মুক্তি পাবে চরকিতে। এর আগে সিনেমাটি বড় পর্দায় দেখেছে দর্শকরা।
প্রিয় মালতীর গল্পকার ও চিত্রনাট্যকার শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। সামাজিক, অর্থনৈতিক ও মানসিক সংগ্রামের মধ্যদিয়ে যেতে হয় চরিত্রটিকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবন সংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন পরিচালক।
প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় গেল বছর ২০ ডিসেম্বর। এর মধ্যদিয়ে বড়পর্দায় অভিষিক্ত হন মেহজাবীন। পরিচালক শঙ্খ দাশগুপ্তও এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন সিনেমা নির্মাতা হিসেবে।
তাঁরা জানায়, এটি মূলত যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তাঁর নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিবাহবার্ষিকী উপলক্ষে নৌকাতে ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি—সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় ছন্দপতন ঘটে।
সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু, আনিসুল হক বরুণ, নাদের চৌধুরীসহ অনেকে। ইতিমধ্যেই সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে। অন্যদিকে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে প্রিয় মালতী।