সেকশন

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
Independent Television
 

এবার ‘বৈয়ম পাখি’ কি জেফার?

আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৫:৪১ পিএম

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ভক্তদের কাছে ‘বৈয়ম পাখি’ বেশ জনপ্রিয় একটি গান। এবারের ঈদুল ফিতরে আসছে ওয়েব সিরিজটির দ্বিতীয় কিস্তি। যেখানে থাকছে ‘বৈয়ম পাখি ২.০’। বুধবার (১৯ মার্চ) বিকেলে গানটি প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের প্রশ্ন—গায়িকা জেফার রহমান কি তাহলে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’র নতুন ‘বৈয়ম পাখি’? 

গানটিতে অ্যালেন স্বপন এমন বাসনার কথা জানালেও তা একেবারেই নাকচ করে দিয়েছেন জেফার। তিনি বলছেন, ‘আমি বৈয়ম পাখি নই।’ গানের এই দ্বন্দ্ব হয়তো থাকবে আরও কিছুদিন। তবে নতুন ভার্সনের এই গান প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চরকি জানিয়েছে, সিরিজটিতে যুক্ত রয়েছেন জেফার। তিনি শুধু গানেই কণ্ঠ দেননি, করেছেন অভিনয়ও। 

জেফার। ছবি: চরকি

এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘মনোগামী’তে অভিনয় করেন জেফার। এবার প্রথমবারের মতো তাঁকে দেখা যাবে চরকির অরিজিনাল সিরিজে।

অ্যালেন স্বপন সিরিজ ও চরিত্রটি নিয়ে আগে থেকেই জানাশোনা ছিল জেফারের। নির্মাতা শিহাব শাহীন যখন অভিনয়ের জন্য তাঁকে প্রস্তাব দেন, তখন বেশি ভাবতে হয়নি তাঁর। জেফারের মতে, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি।’ কিন্তু তিনি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। নতুন বৈয়াম পাখি গানেও কণ্ঠ দিয়েছেন।

প্রথম বৈয়ম পাখি গানে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

অ্যালেন স্বপন ভূমিকায় রয়েছেন নাসির উদ্দিন খান। ছবি: চরকি

জেফারের কণ্ঠে লাইনগুলো এমন–‘আমাকে তো ধরা যায় না, আমি চিকি-চিকি মাইয়া/ রুই কাতলা ডুইবা গেল, তুমি কোন চাটগাইয়া।’ মজা করেই জেফারের কাছে জানতে চাওয়া হয়েছিল, এখানে ‘চিকি-চিকি’ মানে কী? তিনিও খুব চালাকি করে বললেন, ‘চিকি-চিকির মানে জানতে হলে সিরিজটি দেখতে হবে।’ 

গানটিতে যুক্ত হওয়ার কারণ জানিয়ে জেফার বলেন, ‘গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই। সেখানে তার বেপরোয়া ভাবটা উঠে এসেছে। এবার তাকে একজন চ্যালেঞ্জ করছে এবং তিনি একজন নারী। ব্যাপারটা ভালো লেগেছে জন্যই গানটিতে যুক্ত হওয়া।’

স্টপ মোশনের ধারণা থেকে বানানো অ্যানিমেশন দিয়ে নির্মিত হয়েছে বৈয়াম পাখি ২.০’র মিউজিক ভিডিও। এতে টু-ডি, থ্রি-ডি অ্যানিমেশনের কাজও রয়েছে। গানটির সুর ও কথার মতো ভিডিওটিও দর্শকদের মজা দেবে বলে মনে করে চরকি কর্তৃপক্ষ।     

নতুন বৈয়ম পাখি গানে জেফার ও নাসির। ছবি: চরকি

এদিকে, দ্বিতীয় ভার্সন প্রকাশের দিনে প্রথম গানটি তৈরির গল্প বলেছেন খৈয়াম সানু সন্ধি। তিনি গানটির দুই ভার্সনেরই সুরকার ও সংগীতায়োজক। সন্ধি বলেন, ‘চরকি অরিজিনাল সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপনের ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় একটি লাইন বারবার মনে পড়ছিল। আনমনেই লাইনটি আওড়াচ্ছিলাম কয়েকদিন। পরে সেই একটি লাইনকে আশ্রয় করে তৈরি হয় বৈয়াম পাখি গানটি। তৈ তৈ তৈ তৈ তৈ, আমার বৈয়ম পাখি কই—লাইনটি মূলত সংলাপ হিসেবেই ছিল সিরিজটিতে।’

নতুন ভার্সন নিয়ে সন্ধি বলেন, ‘বৈয়ম পাখি গানটা কিন্তু মজার জন্য। এটা একটা ফান সং। অ্যালেন স্বপন চরিত্রটা একটা মন্দ চরিত্র। অন্যদিকে জেফার খুব কনফিডেন্ট ও বোল্ড। এই দুটি চরিত্রের একে-অপরের ওপর প্রভাব বিস্তার করার প্রচেষ্টাকেই আমরা এবার গান হিসেবে নিয়ে আসার চেষ্টা করেছি।’

প্রসঙ্গত, ২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই একটি চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় মাইশেলফ অ্যালেন স্বপন’র প্রথম সিজন। প্রথম সিজনে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা প্রমুখ।

শুভেন্দু চট্টোপাধ্যায়ের সুযোগ্য উত্তরসূরী হিসেবে টলিউড-বলিউডে দাপিয়ে কাজ করছেন শাশ্বত চট্টোপাধ্যা। দাদা ও বাবা পদাঙ্ক অনুসরণ করে এবার অভিনয়জগতে নাম লেখাচ্ছেন পরিবারের তৃতীয় প্রজন্ম। টলিউডে পা...
মাসখানেক আগে নেহা কাক্কারের মেলবোর্নের অনুষ্ঠান নিয়ে বিস্তর বিতর্ক হয়। প্রায় তিন ঘণ্টা দেরিতে গাইতে ওঠেন তিনি। দর্শকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়, অনেকেই বলেন, 'ভারতে ফিরে যান।' যদিও মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার মিরপুরে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার খবর প্রকাশের পরই...
আন্তর্জাতিক নৃত্য দিবস (২৯ এপ্রিল) উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে মাছরাঙা টেলিভিশন। আজ রাত ১০টা ৩০ মিনিটে চ্যানেলটির পর্দায় প্রচার হবে ‘মায়া বেঙ্গল ইন মোশন’। অনুষ্ঠানটির পরিবেশক এমডব্লিউ...
ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মানুষের জন্য আর্থিক অনুদান দিয়েছে চট্টগ্রাম সমিতি মালয়েশিয়া। সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অনুদানের মাধ্যমে সংগৃহীত ফান্ড বুধবার সকালে মালয়েশিয়ান কনসুলেটিভ কাউন্সিল অব...
গণপিটুনিতে নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকেও বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের হামলায় জড়িত...
চলতি মাসের ২৯ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার। গতবছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৬ ভাগ বেশি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। 
প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ও জম্মু-কাশ্মীর সীমান্তে বিনা উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ভারত। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে হটলাইনে আলাপের সময় ভারতের পক্ষ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.