‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ভক্তদের কাছে ‘বৈয়ম পাখি’ বেশ জনপ্রিয় একটি গান। এবারের ঈদুল ফিতরে আসছে ওয়েব সিরিজটির দ্বিতীয় কিস্তি। যেখানে থাকছে ‘বৈয়ম পাখি ২.০’। বুধবার (১৯ মার্চ) বিকেলে গানটি প্রকাশ্যে আসার পরই নেটিজেনদের প্রশ্ন—গায়িকা জেফার রহমান কি তাহলে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’র নতুন ‘বৈয়ম পাখি’?
গানটিতে অ্যালেন স্বপন এমন বাসনার কথা জানালেও তা একেবারেই নাকচ করে দিয়েছেন জেফার। তিনি বলছেন, ‘আমি বৈয়ম পাখি নই।’ গানের এই দ্বন্দ্ব হয়তো থাকবে আরও কিছুদিন। তবে নতুন ভার্সনের এই গান প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চরকি জানিয়েছে, সিরিজটিতে যুক্ত রয়েছেন জেফার। তিনি শুধু গানেই কণ্ঠ দেননি, করেছেন অভিনয়ও।
এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘মনোগামী’তে অভিনয় করেন জেফার। এবার প্রথমবারের মতো তাঁকে দেখা যাবে চরকির অরিজিনাল সিরিজে।
অ্যালেন স্বপন সিরিজ ও চরিত্রটি নিয়ে আগে থেকেই জানাশোনা ছিল জেফারের। নির্মাতা শিহাব শাহীন যখন অভিনয়ের জন্য তাঁকে প্রস্তাব দেন, তখন বেশি ভাবতে হয়নি তাঁর। জেফারের মতে, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি।’ কিন্তু তিনি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। নতুন বৈয়াম পাখি গানেও কণ্ঠ দিয়েছেন।
প্রথম বৈয়ম পাখি গানে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।
জেফারের কণ্ঠে লাইনগুলো এমন–‘আমাকে তো ধরা যায় না, আমি চিকি-চিকি মাইয়া/ রুই কাতলা ডুইবা গেল, তুমি কোন চাটগাইয়া।’ মজা করেই জেফারের কাছে জানতে চাওয়া হয়েছিল, এখানে ‘চিকি-চিকি’ মানে কী? তিনিও খুব চালাকি করে বললেন, ‘চিকি-চিকির মানে জানতে হলে সিরিজটি দেখতে হবে।’
গানটিতে যুক্ত হওয়ার কারণ জানিয়ে জেফার বলেন, ‘গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই। সেখানে তার বেপরোয়া ভাবটা উঠে এসেছে। এবার তাকে একজন চ্যালেঞ্জ করছে এবং তিনি একজন নারী। ব্যাপারটা ভালো লেগেছে জন্যই গানটিতে যুক্ত হওয়া।’
স্টপ মোশনের ধারণা থেকে বানানো অ্যানিমেশন দিয়ে নির্মিত হয়েছে বৈয়াম পাখি ২.০’র মিউজিক ভিডিও। এতে টু-ডি, থ্রি-ডি অ্যানিমেশনের কাজও রয়েছে। গানটির সুর ও কথার মতো ভিডিওটিও দর্শকদের মজা দেবে বলে মনে করে চরকি কর্তৃপক্ষ।
এদিকে, দ্বিতীয় ভার্সন প্রকাশের দিনে প্রথম গানটি তৈরির গল্প বলেছেন খৈয়াম সানু সন্ধি। তিনি গানটির দুই ভার্সনেরই সুরকার ও সংগীতায়োজক। সন্ধি বলেন, ‘চরকি অরিজিনাল সিরিজ মাইশেলফ অ্যালেন স্বপনের ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় একটি লাইন বারবার মনে পড়ছিল। আনমনেই লাইনটি আওড়াচ্ছিলাম কয়েকদিন। পরে সেই একটি লাইনকে আশ্রয় করে তৈরি হয় বৈয়াম পাখি গানটি। তৈ তৈ তৈ তৈ তৈ, আমার বৈয়ম পাখি কই—লাইনটি মূলত সংলাপ হিসেবেই ছিল সিরিজটিতে।’
নতুন ভার্সন নিয়ে সন্ধি বলেন, ‘বৈয়ম পাখি গানটা কিন্তু মজার জন্য। এটা একটা ফান সং। অ্যালেন স্বপন চরিত্রটা একটা মন্দ চরিত্র। অন্যদিকে জেফার খুব কনফিডেন্ট ও বোল্ড। এই দুটি চরিত্রের একে-অপরের ওপর প্রভাব বিস্তার করার প্রচেষ্টাকেই আমরা এবার গান হিসেবে নিয়ে আসার চেষ্টা করেছি।’
প্রসঙ্গত, ২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই একটি চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় মাইশেলফ অ্যালেন স্বপন’র প্রথম সিজন। প্রথম সিজনে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা প্রমুখ।