বেশ কৌতূহল জিইয়ে রেখে শেষ হয়েছিল জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘স্কুইড গেম’-এর দ্বিতীয় সিজন। যেখানে দেখা গিয়েছিল একটি ব্যর্থ বিদ্রোহ, এক বন্ধুর মৃত্যু ও গোপন বিশ্বাসঘাতকতার গল্প। গত ডিসেম্বরে দ্বিতীয় সিজন প্রচারের পরই জানানো হয়েছিল যে, শিগগিরই দর্শকরা দেখতে পাবেন তিন নম্বর সিজন। অবশেষে মঙ্গলবার (৬ মে) তৃতীয় সিজনের টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স। মুক্তির তারিখ আগামী ২৭ জুন। এই তৃতীয় সিজনের মধ্য দিয়েই শেষ হবে স্কুইড গেম সিরিজটি।
প্রকাশিত টিজারে দেখা যায়, গোলাপী পোশাকধারী কয়েকজন লোক একটি কফিন বয়ে নিয়ে এসেছে। কৌতূহলী হয়ে সবাই এগিয়ে এল, কফিন খুলতেই ভেতরে আবিষ্কৃত হয় মূল চরিত্র সং গি হুন। মাথায় তার আঘাতের চিহ্ন। সবাই তাজ্জব হয়ে যায় ৪৫৬ নম্বর খেলোয়াড়টিকে এখনও জীবিত দেখে। এরপর শুরু হয় নতুন খেলা।
টিজারটি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কুখ্যাত গাম্বল মেশিনটি উপস্থিত হয়, সং গি হুনসহ প্রত্যেককে আনা হয় সেই মেশিনের সামনে। কেউ পায় লাল বল, কেউ নীল; যা নির্ধারণ করবে পরবর্তী খেলায় তাদের ভাগ্য। দ্বিতীয় সিজনে দেখা গিয়েছিল যে, রঙগুলো সিদ্ধান্তের ইঙ্গিত দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ব্যাকগ্রাউন্ডে শিশুর কান্নার আওয়াজ পুরো আবহকে আরও রহস্যময় করে তোলে।
ক্যাপশনে নেটফ্লিক্স কোরিয়া লিখেছে, ‘এটি শেষবারের মতো খেলার সময়।’
নেটফ্লিক্স জানিয়েছে, স্কুইড গেম কারও জন্য থেমে থাকে না। তাই আহত অবস্থায়ও সং গি হুনকে খেলা চালিয়ে যেতে হবে। তাকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করা হবে। তাকেসহ এখনও যেসব খেলোয়াড় বেঁচে আছে, তাদের ঠেলে দেওয়া হবে ভয়ংকর এক খেলায়; যা নিয়ে যাবে করুণ পরিণতির দিকে। ফ্রন্টম্যান হিসেবে হোয়াং ইন হো আবার ফিরে আসবে। অন্যদিকে, হোয়াং জুন হো দলবল নিয়ে এক দ্বীপে তার ভাইকে খুঁজতে থাকে। সে জানে না তাদের মধ্যে আছে এক বিশ্বাসঘাতক।
প্রসঙ্গত, সং গি হুন চরিত্রে এবারও রয়েছেন অভিনেতা লি জং জ্যা, ফ্রন্টম্যান হোয়াং ইন হোর ভূমিকায় লি বিয়োং হন এবং হোয়াং জুন হো চরিত্রে অভিনয় করেছেন উই হা জুন। পরিচালনা করেছেন হোয়াং দং-হিউক।