এক ট্রাক ড্রাইভার, সঙ্গে ৮ নারী। রাস্তায় রাস্তায় ঘটছে রকমারি ঘটনা। এমন এক অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে আসছে হইচই-এর নতুন সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। ট্রাকচালক আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।
‘মহানগর’-এর ওসি হারুন থেকে শুরু করে ‘মোবারকনামা’র মোবারক—প্রতিটি চরিত্রেই আলাদা ছাপ রেখেছেন মোশাররফ করিম। এবার অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় ভিন্ন এক আব্বাস হয়ে ধরা দিচ্ছেন তিনি। সিরিজটি কমেডি ঘরানার হলেও এর ভেতরে আছে আবেগ, প্রেম, সন্দেহ ও অনিশ্চয়তা।
এই সিরিজে মোশাররফের বিপরীতে আছেন ৮ জন অভিনেত্রী—তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, জুঁই করিম, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।
রুনা খান অভিনয় করেছেন এক গরম মেজাজের আত্মবিশ্বাসী নারীর ভূমিকায়। হইচই-তে এর আগেও তাঁকে দেখা গেলেও এবার তিনি সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হচ্ছেন। তানজিকা আমিন বাস্তব জীবনে যেমন, তার ঠিক বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে। মৌসুমী হামিদ হয়েছেন নারী মৌয়াল। ছটফটে তরুণীর ভূমিকায় আছেন সাদিয়া আয়মান। জুঁই করিম আসছেন সম্পূর্ণ নতুন লুকে। ফারহানা হামিদ তুলে ধরছেন এক নিঃশব্দ, সংযমী নারীর অভিজ্ঞান। আর অদিতি ও বৃষ্টি—এই সিরিজের মধ্যদিয়েই পর্দায় অভিষেক করছেন।
সিরিজটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এই প্রথম কাজ। গল্পটা দারুণ, চরিত্রটাও তেমন। হইচই-এর সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের, তাই এই কাজটা নিয়েও আশাবাদী।’
নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলায়—সেই জটিলতা হাস্যরসের ভেতর দিয়েই দেখানো হয়েছে। এই সিরিজ নির্মাণ ছিল একটা অসাধারণ সফর।’
সিরিজটি শিগগিরই মুক্তি পাবে হইচই প্ল্যাটফর্মে।