ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ নিয়ে বরাবরই দর্শকের মাঝে বেশ উন্মাদনা। তিনটি কিস্তির ধারাবাহিক সাফল্যের পর এবার পর্দায় এল সিরিজটির চতুর্থ কিস্তি। আজ মঙ্গলবার থেকে আমাজন প্রাইমের পর্দায় দেখা যাচ্ছে পঞ্চায়েতের চতুর্থ কিস্তি।
২০২০ সালে মুক্তিপ্রাপ্ত এ সিরিজের গল্প আবর্তিত হয় একজন ইঞ্জিনিয়ার অভিষেক ত্রিপাঠীকে (জিতেন্দ্র কুমার) ঘিরে, যিনি কোথাও চাকরি না পেয়ে ফুলেরা গ্রামে পঞ্চায়েত সচিব হিসেবে যোগ দেন। সেখানকার সরল গ্রামীণ জীবনের সঙ্গে তার ধাক্কাধাক্কি, মানিয়ে নেওয়ার সংগ্রাম এবং মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কই সিরিজটির মূল আকর্ষণ।
এর আগে সিরিজটির তৃতীয় কিস্তি শেষ হয় একাধিক টানটান উত্তেজনার দৃশ্য দিয়ে, যেখানে নতুন প্রশাসনিক টানাপোড়েন এবং গ্রামের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলেছিল। এবার সেই জায়গা থেকেই চতুর্থ কিস্তির গল্প শুরু হবে।
চতুর্থ কিস্তির টিজারে দেখা গেছে, এবার শান্তির গ্রাম ফুলেরায় নির্বাচনের পরিবেশ। ভূষণ, যার বিরুদ্ধে কিনা গ্রামে অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে, সে এবার বিধায়কের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের প্রধানজির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ভোটযুদ্ধে দুজনই ব্যাপক প্রতিদ্বন্দ্বী। কে জিতবে এই লড়াইয়ে? মনোরম প্রকৃতির গ্রামে রাজনৈতিক মেরুকরণের পেছনে কলকাঠি কে নাড়ছে, কিংবা প্রধানজির ওপর হামলার পেছনে কে—এসব প্রশ্নের উত্তর মিলবে এবারের সিজনে। সেই সঙ্গে সচিব জিতেন্দ্রর প্রেমকাহিনীও ফুটিয়ে তোলা হবে, তেমনই আভাস মিলেছে টিজারে।
সিরিজটির চতুর্থ কিস্তিতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রয়, সুনীতা রাজওয়ারসহ প্রমুখ। পরিচালনা করেছেন দীপক মিশ্রা।
সূত্র: দ্য স্টেটসম্যান