স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওর আলোচিত সিরিজগুলোর মাঝে অন্যতম ‘দ্য ফ্যামিলি ম্যান’। বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর এই সিরিজের তৃতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা। আগেই আমাজন প্রাইম জানিয়েছিল, সিরিজটি ২০২৫ সালে মুক্তি পাবে। এবার এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানালেন, চলতি বছরের নভেম্বরেই মুক্তি পেতে চলেছে তৃতীয় কিস্তি।
এ ছাড়াও মঙ্গলবার (২৪ জুন) ইনস্ট্রাগ্রামের এক পোস্টে ফ্যামিলি ম্যান সিরিজের তৃতীয় কিস্তি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আমাজন প্রাইম। প্রকাশ্যে এসেছে পোস্টারও। ক্যাপশনে বলা হয়, ‘সবার নজর আমাদের পরিবারের সদস্যদের ওপর, নতুন সিজন খুব শিগগিরই আসছে।’
শুধু পোস্টারই নয়, নতুন কিস্তিতে যে অভিনয়শিল্পীদের দেখা মিলবে সেটাও প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। ইনস্টাগ্রামের ওই পোস্টে ট্যাগ করা হয়েছে মনোজ বাজপেয়ী, প্রিয়মণি, শারিব হাসমি এবং পরিচালক ডিকে ও রাজকে।
ক্যাপশনে আরও ট্যাগ করা হয় তামিল তারকা সুনদীপ কিষাণ, যুগল হংসরাজ, শ্রেয়া ধন্বন্তরী, দর্শন কুমার, দলীপ তাহিল, সীমা বিশ্বাস, বিপিন কুমার শর্মা ও হারমান সিংহকে। এই কিস্তিতে আরও অভিনয় করবেন গুল পানাগ ও জয়দীপ আহলাওয়াত।
তবে নভেম্বরে কোন দিন-তারিখে মুক্তি পাচ্ছে দ্য ফ্যামিলি ম্যান-৩, তা এখনও চূড়ান্ত হয়নি।