সেকশন

সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

দক্ষিণ কোরিয়ানরা সেই বাস্তবতায় ফিরে গেল, যা ‘স্কুইড গেম’কে অনুপ্রাণিত করেছে

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০২:৫২ পিএম

হলিউডে দক্ষিণ কোরিয়ার উত্থানের প্রতীক হয়ে উঠেছে নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’। বিশ্বজুড়ে এখন লাখ লাখ ভক্ত সিরিজটির শেষ কিস্তি উপভোগ করছেন। আর্থিক সংকটে থাকা কয়েকজন খেলোয়াড়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে কাল্পনিক এই সিরিজ। যেখানে প্রতিটি রাউন্ডে পরাজিতদের হত্যা করা হয়।

২০২১ সাল থেকে স্কুইড গেম তার বাহারি ক্যান্ডি রঙের সেট এবং পুঁজিবাদ ও মানবতা সম্পর্কে বিষণ্ণ বার্তা দিয়ে দর্শকের মন কেড়ে নিয়েছে। শুক্রবার (২৭ জুন) মুক্তিপ্রাপ্ত তৃতীয়, তথা শেষ কিস্তি দেখে ভক্তরা যেন বাস্তবে ফিরে গেলেন। দক্ষিণ কোরিয়ানদের কেউ কেউ সিরিজটিতে নিজেদের সমাজব্যবস্থার প্রতিফলন দেখছেন, যা এই ডিস্টোপিয়ান সিরিজ নির্মাণে পরিচালক হোয়াং দং-হিউককে বেশ অনুপ্রেরণা যুগিয়েছে।

ইউটিউবে তৃতীয় কিস্তির একটি ভিডিও ক্লিপের মন্তব্যঘরে এক দর্শক লিখেছেন, ‘আমার মনে হচ্ছে স্কুইড গেম-৩ কোরিয়ান জনগণের প্রকৃত অনুভূতি এবং অন্তর্নিহিত অপক্ব চিন্তাভাবনা ফুটিয়ে তুলেছে।’

তৃতীয় কিস্তির অন্য একটি দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

যোগ করে বলেন, ‘এটি (স্কুইড গেম) বাস্তবতাকে এত সুন্দরভাবে প্রতিফলিত করে যে, বাস্তব জীবনে, কর্মক্ষেত্রে নির্মম লোকজনে ভরা—যারা আপনাকে প্রতি মুহূর্তে দমন করার জন্য প্রস্তুত। সিরিজটি বেশ দক্ষতার সঙ্গে তা ফুটিয়ে তোলে।’

দক্ষিণ কোরিয়ার সমাজব্যবস্থায় তীব্র প্রতিযোগিতা এবং ক্রমবর্ধমান বৈষম্যের পটভূমিতে তৈরি হয়েছে স্কুইড গেম, যেখানে মানুষ এত বেশি চাপে থাকে যে সন্তান নেওয়ার ইচ্ছেও তারা হারিয়ে ফেলেন, আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তো একজন ব্যক্তির ‘বাঁচা-মরার’ নির্ণায়ক!

সিরিজটির বিভিন্ন চরিত্র, যার মধ্যে রয়েছে একজন মাসিক বেতনভুক্ত, একজন অভিবাসী কারখানার কর্মী ও একজন ক্রিপ্টোকারেন্সি প্রতারক—এই চরিত্রগুলো সরাসরি দক্ষিণ কোরিয়ার পরিচিত সমাজ থেকে উঠে আসা।

প্রধান চরিত্র সিওং গি-হুন একজন গাড়ি কারখানার শ্রমিক, যে কিনা কারখানা থেকে ছাঁটাই হওয়ার পর ধর্মঘটে অংশ নেয়। চরিত্রটির পটভূমিও বাস্তব ঘটনা অবলম্বনে: ২০০৯ সালে স্যাংইয়ং মোটর কারখানার শ্রমিকরা ছাঁটাইয়ের বিরুদ্ধে আন্দোলনে নামেন, যা কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় শ্রমিক আন্দোলনের একটি।

স্কুইড গেম-৩ মুক্তি উপলক্ষে সিউলের রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ছবি:নেটফ্লিক্স

জিওং চিওল সাং নামের এক সিনেপ্রেমী তাঁর স্কুইড গেম-৩ রিভিউয়ে লিখেছেন, ‘সিরিজটি কাল্পনিক হতে পারে, কিন্তু এটি বাস্তবতার চেয়েও বেশি বাস্তবসম্মত বলে মনে হয়।’

তিনি বলেন, ‘অনিশ্চিত শ্রম, যুবকদের বেকারত্ব, পরিবার প্রথায় ভাঙন—এগুলো কেবল গল্পের কলাকৌশল নয়, বরং আমরা প্রতিদিনই এমন সব সংগ্রামের মুখোমুখি হই।’

ব্লকবাস্টার এই সিরিজের শেষ কিস্তির মুক্তি উদযাপন উপলক্ষে শনিবার (২৮ জুন) রাতে সিউলের রাস্তায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হয়। যেখানে বিশালাকার কিলার ডল, ট্র্যাকস্যুট পরা কয়েক ডজন মুখোশধারী গার্ড এবং সিরিজটির অন্যান্য নকশাগুলো নজর কেড়েছে।

দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক নেতাদের মতে, স্কুইড গেম বিশ্বমঞ্চে কে-ড্রামার সাফল্যের প্রতীক হয়ে উঠেছে। দেশটির নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ং এই জনপ্রিয় সিরিজ, বিটিএস এবং অস্কারজয়ী ‘প্যারাসাইট’কে পুঁজি করতে চান, ‘কে-কালচার’ রপ্তানি করতে চান বিশ্বব্যাপী।

সূত্র: বিবিসি

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রগতিশীল শিল্পীদের সংগঠন ‘দৃশ্যমাধ্যম সমাজ’। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন : জুলাই...
গত সপ্তাহে পাকিস্তানে এক চরম চাঞ্চল্যকর ঘটনায় আলোড়ন উঠে—প্রতিরক্ষা দপ্তরের আবাসনের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের পচাগলা মরদেহ। প্রথমে ধারণা করা হচ্ছিল, মাত্র...
বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে প্রথমবারের মতো টলিউডে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তার এই নতুন যাত্রা শুরু হচ্ছে কলকাতার নির্মাতা অনিক দত্তর নতুন চলচ্চিত্র ‘যত কাণ্ড...
জুলাই মাস এলেই উৎসবের রঙে রাঙে উঠেন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আর এই উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লস অ্যাঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’। প্রতি বছরের মতো এবারও সেই চেনা উচ্ছ্বাসে সাজছে...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসান খান শাহেদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে বন্ধ থাকবে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি...
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.