সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

হ‍ুমায়ূন আহমেদের স্মৃতিতে বই লিখলেন ডা. এজাজ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৯ পিএম

জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম। বিশেষ করে কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে কাজ করেই তিনি পরিচিতি পেয়েছেন। এরপর থেকে এখন অবধি তিনি তাঁর সাবলীল অভিনয়ের ধারা জারি রেখেছেন। কাজ করছেন নাটক-চলচ্চিত্রে। অভিনেতার বাইরে তাঁর আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় হলো—তিনি একজন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মানবিক চিকিৎসক হিসেবে সুনাম রয়েছে তাঁর। 

এবার ডা. এজাজ আবির্ভূত হলেন নতুন পরিচয়ে। লেখক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। এবারের অমর একুশে বইমেলায় এসেছে হ‍ুমায়ূন আহমেদকে নিয়ে লেখা তাঁর স্মৃতিগ্রন্থ। নাম ‌‘আমার হ‍ুমায়ূন স্যার’। সময় প্রকাশন থেকে প্রকাশিত এই বইয়ের প্রচ্ছদ করেছেন আরাফাত করিম।

‘অমর একুশে বইমেলা ২০২৪’-এ প্রায়ই উপস্থিত থাকছেন ডা. এজাজ। পাঠকদের অটোগ্রাফ দিচ্ছেন, কখনো-বা তাঁদের সঙ্গে হচ্ছেন সেলফিবন্দি। এরই ফাঁকে গণমাধ্যমের মুখোমুখিও হয়েছেন তিনি। জানিয়েছেন, হ‍ুমায়ূন আহমেদকে নিয়ে এই স্মৃতিগ্রন্থ লেখার অভিজ্ঞতা।

ডা. এজাজ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তিনি বলেন, ‘মেলায় আমার বই আসায় হ‍ুমায়ূন আহমেদ স্যারকে খুব মনে পড়ছে। আমি তাঁর সাথে এখানে আসতাম তাঁর বই কিনতে এবং আমার কষ্ট হয় যে তিনি আর পাশে নেই।’

পর্দার বাইরে ব্যক্তিজীবনেও হ‍ুমায়ূন আহমেদের কাছের মানুষদের একজন ডা. এজাজ। প্রকাশিত বইটি নিয়ে তাঁর ভাষ্য, ‘আসলে আমি আমার পাঠকদের হ‍ুমায়ূন স্যার সম্পর্কে আরও জানানোর জন্য এই বইটি লিখেছি। তিনি আমার ঘনিষ্ঠ মানুষদের একজন। সবসময় আমি তাঁকে শিক্ষক হিসেবে দেখেছি। বহুবছর ধরে তাঁকে নিয়ে একটি বই লেখার কথা ভেবে এসেছি। এই বইটি সেই মুহূর্তগুলো নিয়ে যা সৌভাগ্যবশত আমি তাঁর সঙ্গে কাটাতে পেরেছিলাম।’

পরবর্তীতেও লেখালেখি চালিয়ে যাওয়ার অভিপ্রায়ের কথা বলতে গিয়ে ডা. এজাজুল ইসলাম জানান, এই স্মৃতিকথার দ্বিতীয় খণ্ড লেখার পরিকল্পনা করেছেন তিনি। তাঁর মতে, হ‍ুমায়ূন আহমেদের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতিকে কেবল একটি বইয়ে লিপিবদ্ধ করা সম্ভব নয়।

বইটির প্রচ্ছদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এ সময় অনেকটা স্মৃতিকাতরতা ঘিরে ধরে ডা. এজাজকে। তিনি বলেন, ‘হ‍ুমায়ূন স্যার ও তাঁর বই ছাড়া একুশে বইমেলা অসম্পূর্ণ মনে হয় এবং আমি পাঠকদের সেই আকুল আকাঙ্ক্ষা অনুভব করতে পারি। যে কারণে তাঁকে নিয়ে একটি বই লেখার ভাবনা ছিল, পাঠকরা যাতে বইটির মাধ্যমে তাঁর উপস্থিতি অনুভব করতে পারে।’

অভিনয় ও ব্যক্তিজীবন প্রসঙ্গে জানতে চাইলে ডা. এজাজ বলেন, ‘আমি যা কিছু করেছি, তার সব কিছুতেই এক আনন্দময় জীবনযাপন করেছি। একজন চিকিৎসক হিসেবে, আমি আমার সামর্থ্য দিয়ে যতটা সম্ভব রোগীদের সাহায্য করার চেষ্টা করেছি। একজন অভিনেতা হিসেবে যতটা পারি অভিনয় করার চেষ্টা করেছি এবং এটি আমাকে অনেক আনন্দ ও শান্তি দিয়েছে। এখন একজন লেখক হিসেবেও আমি সন্তুষ্টি বোধ করছি।’

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক কর্মসূচির ঘোষণা দিয়েছে প্রগতিশীল শিল্পীদের সংগঠন ‘দৃশ্যমাধ্যম সমাজ’। এবারের আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘কইলজ্যা কাঁপানো ৩৬ দিন : জুলাই...
বাংলাদেশি চলচ্চিত্রের জন্য আরও এক সুখবর এলো; মাহদে হাসানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্যান্ড সিটি’ জিতেছে বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন উৎসব কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র...
জুলাই গণআন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া এক হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর...
ভারতের দক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় আজ রোববার সকালে হায়দরাবাদের জুবিলি হিলসের ফিল্মনগরের নিজ বাসভবনে মৃত্যু হয় ৮৩ বছল বয়সী এ শিল্পীর।...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.