সেকশন

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
Independent Television
 

গাড়ি থেকে নামার সময়ই অসুস্থ হন রুবেল, পড়ে যান মেঝেতে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম

আজ (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ সিনেমার বিশেষ প্রদর্শনী ছিল। এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিনেতা আহমেদ রুবেল। এ প্রদর্শনীতেই যোগ দিতে উত্তরা থেকে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে এসেছিলেন তিনি।

গাড়ি থেকে নামার সময়ই অসুস্থতা অনুভব করেন অভিনেতা। এরপর হেঁটে এগোতে লাগলে কিছুক্ষণ পরই অচেতন হয়ে মেঝেতে পড়ে যান তিনি। এ সময় একসঙ্গেই ছিলেন নির্মাতা নুরুল আলম আতিক।

এরপর তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অভিনেতাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। 

সিনেমাটির প্রধান সহকারী পরিচালক শ্যামল শিশির বলেন, ‘আতিক ভাই আর রুবেল ভাই একসঙ্গেই আসছিলেন। বসুন্ধরা সিটির বেজমেন্টে গাড়ি রেখে প্রিমিয়ার অনুষ্ঠানে আসছিলেন। গাড়ি থেকে নামার পর রুবেল ভাই হুট করেই ফ্লোরে পড়ে যান।’

তিনি আরও বলেন, ‘তখন আতিক ভাই আমাকে ফোন করে জানান। আমি দুজন ছেলেকে পাঠাই।’

এদিকে, পেয়ারার সুবাস প্রিমিয়ার হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘‌রুবেল ভাই থাকলে নিশ্চয় চাইতেন না শো-টা ক্যান্সেল (বাতিল) হোক। শিল্পীরা তাঁর কাজের মধ্যেই বেঁচে থাকেন। আমাদের পরিচালক নুরুল আলম আতিকও চাইছেন যে শো-টা হোক।’

প্রসঙ্গত, আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তাঁর মাতুলালয় (নানির বাড়ি)। পিতা-মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে, বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।

সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’তে অভিনয় করেন, যেখানে তাঁর অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এরপর একুশে টেলিভিশনের ধারবাহিক নাটক ‘প্রেত’-এ অভিনয় করেন। এর পরিচালক আহির আলম।

মঞ্চ ও ছোট পর্দার অভিনেতা আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় (চলচ্চিত্রে) পা রাখেন। পরে তিনি অভিনয় করেছেন ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায়।

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন এবার দেখা যাবে ইউটিউবে। পরিচালনার পাশাপাশি প্রযোজনায়ও আছেন কাজল আরেফিন অমি। তার প্রযোজনা প্রতিষ্ঠান বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রতি...
ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। প্রথম ধাপে এ ধারাবাহিক নাটকটির ১-৮ পর্ব দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলে। এবার প্রচারে আসছে...
ভালোবাসা ও রহস্যনির্ভর গল্পে নির্মিত নাটক ‘ভালোবাসা প্রমাণিত’। পরিচালনা করেছেন সোহেল আরমান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল। 
ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু—এক সময় গ্রামীণ সমাজে প্রচলিত এই শব্দটি এখন জায়গা করে নিচ্ছে শহুরে কল্পনায়ও। রহস্য, ভয় আর অজানার এক অদ্ভুত আবহ তৈরি করে এই বিষয়টি। সম্প্রতি অভিনেত্রী তানিন সুবাহর...
টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। কাঁচা মরিচের কেজিতে দাম বেড়েছে ৩০০ টাকার মতো। এ ছাড়া, বেশকিছু সবজির কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। ব্রয়লার ও সোনালি মুরগির কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.