সেকশন

রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

রুবেলকে যা বলেছিলেন হ‍ুমায়ূন আহমেদ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৪ পিএম

চিরতরে চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল। বুধবার (৭ ফেব্রুয়ারি) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন তিনি। ক্যারিয়ারে মঞ্চ ও চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও ছিল তাঁর প্রাণবন্ত বিচরণ। কাজের সুবাদে কথাসাহিত্যিক-নির্মাতা হ‍ুমায়ূন আহমেদের সঙ্গেও বেশ সখ্য ছিল অভিনেতার।

ক্যারিয়ারের শুরুর দিকে লেখকের সান্নিধ্য পেয়েছেন আহমেদ রুবেল। তাঁকে খুব পছন্দ করতেন হ‍ুমায়ূন আহমেদও। ‘যদিও সন্ধ্যা’ নামের উপন্যাসটি তিনি উৎসর্গ করেছিলেন রুবেলকে। 

ওই বইয়ের উৎসর্গপত্রে হ‍ুমায়ূন আহমেদ লিখেছেন—
‘রুবেল
অভিনেতা হিসেবে এ+
মানুষ হিসেবে এ++’

২০২২ সালে হ‍ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীতে সেই উৎসর্গপত্রের বিষয়ে কথা হলে এই প্রতিবেদককে আহমেদ রুবেল বলেছিলেন, ‘‘এটা একেবারে প্রথম দিকের কথা। বছরখানেক হয়েছে আমি স্যারের (হ‍ুমায়ূন আহমেদ) সঙ্গে কাজ করেছি মাত্র। সে মুহূর্তে ‘চন্দ্রকথা’ সিনেমার শুটিংস্পটে আমি। তিনি আমাকে বললেন, ‘তোমার নামে বই উৎসর্গ করতে চাই।’ শুনে আমি বিস্মিত। ইতিমধ্যে স্যার আমাকে যে একটি বই উৎসর্গ করেছেন—বিস্ময়ের ঘোরে তা তখনও বুঝতে পারছি না। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। খুব অল্প সময় হয়েছে উনার সঙ্গে কাজ করেছি মাত্র। তিনি যে এত দ্রুত আমাকে একটা বই উৎসর্গ করবেন, তা আমার ধারণাতেই ছিল না। কাজ ছাড়াও আমি তাঁর সঙ্গটা পছন্দ করতাম। কাজ ও কাজের বাইরেও সময় কাটানোর সুযোগ পেয়েছি। এটা আমার কাছে স্মরণীয় বিষয়। এখনও স্যারের কথা মনে হলে সেই মুহূর্তগুলো আমাকে নাড়া দেয়।’’

চন্দ্রকথা ছাড়াও হ‍ুমায়ূন আহমেদের পরিচালনায় ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রে কাজ করেছেন রুবেল। এ ছাড়া তাঁর নির্মিত বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন। তার মধ্যে ‘পুষ্পকথা’, ‘খোয়াবনগর’, ‘বৃক্ষমানব’, ‘সবাই গেছে বনে’ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। 

প্রসঙ্গত, চ্যানেল আই প্রাঙ্গণে আজ দুপুর ১টার দিকে জানাজা নামাজ শেষে রুবেলকে নিয়ে যাওয়া হয়েছে গাজীপুরে। নিজ বাড়িতে। সেখানে উত্তর ছায়াবীথি, জোড়পুকুরে বাদ আসর সমাহিত হবেন অভিনেতা।

এর আগে আজ সকালে তাঁর মরদেহ আনা হয়েছিল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে। সেখানে অভিনেতাকে শ্রদ্ধা-ভালোবাসায় শেষ শ্রদ্ধা জানান অনুরাগী ও সহশিল্পীরা।

আষাঢ়ের মায়াময় সন্ধ্যায় গান আর কবিতায় ভেসে গেল একটি রাত। রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমান ও অভিনেতা-নির্দেশক আফজাল হোসেনের কণ্ঠে সে সন্ধ্যা রঙ পেল এক অপূর্ব সুর-ছন্দে। এমন আবেগঘন পরিবেশনায় আয়োজিত...
আসছে হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নাটক ‘বর্ষা বিহনে’। যেখানে জুটি বেঁধে সামনে আসছেন অভিনেতা সজল নূর, সালহা খানম নাদিয়া। রেজাউর রহমান রিজভীর রচনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত এই নাটকটি...
ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। প্রথম ধাপে এ ধারাবাহিক নাটকটির ১-৮ পর্ব দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলে। এবার প্রচারে আসছে...
ভালোবাসা ও রহস্যনির্ভর গল্পে নির্মিত নাটক ‘ভালোবাসা প্রমাণিত’। পরিচালনা করেছেন সোহেল আরমান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল। 
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার রওশানুল হক সৈকত, সহকারী কমিশনার গোলাম রুহানী ও মফিজুর হক পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.