সেকশন

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১
Independent Television
 

অভিষেক হলো নাট্যকার সংঘের নতুন কমিটির

আপডেট : ১৫ মে ২০২৪, ০৪:২০ পিএম

জাঁকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষিক্ত হলো নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৪-২৬)। ঢাকার একটি অভিজাত হোটেলে গতকাল (১৪ মে) এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কমিটির ১৯ জন নাট্যকারকে পরিচয় করিয়ে দেন সংঘের আজীবন সদস্য নাট্যকার মামুনুর রশিদ। 

অভিষিক্ত হওয়ার পর উপদেষ্টামণ্ডলীকে সবার সামনে পরিচয় করিয়ে দেন নাট্যকার সংঘের সভাপতি এজাজ মুন্না। নাট্যকার সংঘের ৬ জন উপদেষ্টা হলেন—আবুল হায়াত, অধ্যাপক সৈয়দ মনজরুল ইসলাম, হারুন রশীদ, মাসুম রেজা, বৃন্দাবন দাস, শিহাব শাহীন।

টেলিভিশন নাট্যকার সংঘের কার্যনির্বাহী কমিটির (২০২৪-২৬) সভাসদরা হলেন—সভাপতি এজাজ মুননা; সহ-সভাপতি পান্থ শাহরিয়ার, শফিকুর রহমান শান্তনু, মোস্তফা মনন; সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল; যুগ্ম সাধারণ সম্পাদক আজম খান, টুকু মজনিউল, সাজিন আহমেদ বাবু; সাংগঠনিক সম্পাদক রাজীব মণি দাস; অর্থ সম্পাদক মনসুর রহমান চঞ্চল; প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আহসান; তথ্য প্রযুক্তি ও অনুষ্ঠান সম্পাদক এলিনা শাম্মি; আইন ও কল্যাণ সম্পাদক মানস পাল; দপ্তর সম্পাদক আফরিন জেসিকা; গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক জুয়েল কবির; কার্যনির্বাহী সদস্য ড. লিপি মনোয়ার, আহমেদ শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দীন সুমন, লিটু সাখাওয়াত।

অভিষেক অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন অভিনয় শিল্পী সংঘ, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। অভিষিক্ত হওয়ার পর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি এজাজ মুন্না ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করতে গিয়ে নাট্যকারদের উদ্দেশে বলেন, ‘‘সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে গল্প বলার ধরন। নানা মাধ্যমে এখন নানা ভঙিতে গল্প বলা হয়। তাই আমাদের চিত্রনাট্যেও পরিবর্তন আনতে হবে। ‘উৎকর্ষ সাধনে সচেষ্ট’ থাকবার মানসে ১ জুলাই থেকে নানা বিষয়ে সিরিজ ওয়ার্কশপ আয়োজন করতে যাচ্ছি। খ্যাতনামা স্ক্রিনরাইটার, টেলিভিশন, ফিল্ম, ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত থাকা প্রতিভাবান স্টোরি টেলার, ডায়লগ রচয়িতা, প্রডিউসার, প্রডাকশন ডিজাইনার সর্বোপরি প্লে-রাইটার এই ওয়ার্কশপে যুক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবেন। ভবিষ্যতে থাকবে এমন আরও আয়োজন।’’

নাট্যকার সংঘের কার্যনির্বাহী কমিটির এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় শ’খানেক নাট্যকার, নাট্যপরিচালক, শিল্পী, কলাকুশলী, সাংবাদিকসহ দেশের সংস্কৃতি অঙ্গনের অনেক বরেণ্য ব্যক্তিত্ব। তাঁরা সবাই নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন। 

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সোহেল মণ্ডল। বেশকিছু নাটকে সাবলীল অভিনয় দিয়ে আলোচনায় এসেছেন তিনি। ফলে সাম্প্রতিক সময়ে কিছুটা বুঝেশুনে পা ফেলছেন। ভালোবাসা দিবস উপলক্ষে তিনি সম্প্রতি অভিনয় করেছেন...
সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, শুটিংয়ে অনুশীলন দৃশ্য কিংবা শুটিং চলছে—এমন বহু নাটকের দৃশ্য মুক্তির আগেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছে। ফেসবুকে এমন ঘটনাও রয়েছে যে, নাটক মুক্তি পাওয়ার আগেই ফেসবুকে...
ভালোবাসা দিবসের জন্য জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। ‘তোমায় পাবো কি?’ নাটকে দেখা যাবে তাদের রসায়ন। এর পুরো শুটিং হয়েছে চট্টগ্রামে। ‘তোমায় পাবো কি?’ নাটকে রুদ্র চরিত্রে অভিনয় করেছেন...
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের নায়িকা হয়ে দর্শকদের সামনে আসছেন গায়িকা সাবরিনা পড়শী। ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছেন তারা। এর নাম রাখা হয়েছে ‘মনেরই রঙে রাঙিয়ে’। আজ...
ফিলিস্তিনের গাজায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের পর গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ভূখণ্ডটিতে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। তুর্কি বার্তা সংস্থা...
ট্রাম্প ছাড়াও ইলন মাস্ক ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। এতে উঠে আসবে পারষ্পারিক বাণিজ্য ও অভ্যন্তরীণ সম্পর্কের নানা দিক।
২০২৪ সালে বিশ্বের রেকর্ডসংখ্যক সাংবাদিক হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। বুধবার সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.