২৮ বছর আগে ১৯৯৬ সালে চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর মুক্তি পায় ‘চাওয়া থেকে পাওয়া’। এতে তাঁর সঙ্গে অভিনয় করেন নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। সেসময় তাঁদের ছবি মানেই ছিল হলে দর্শকের মুখর উপস্থিতি।
১৭ ডিসেম্বর এ নায়িকার জন্মদিন। এ উপলক্ষে ওই দিন বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আই প্রচার করবে এম এম সরকার পরিচালিত চাওয়া থেকে পাওয়া চলচ্চিত্রটি।
সালমান-শাবনূর জুটির অনবদ্য প্রেমকাহিনিনির্ভর সিনেমা এটি। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, দিলদার, ব্ল্যাক আনোয়ার, কাবিলা, ডন প্রমুখ।
সালমান-শাবনূর জুটি অভিনীত চলচ্চিত্র মোট ১৪টি। উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘তুমি আমার’, ‘বিক্ষোভ’, ‘রঙিন সুজন সখি’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘আনন্দ অশ্রু’, ‘তোমাকে চাই’ প্রভৃতি।