টিভি পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব—এ যেন এক কাঙ্ক্ষিত জুটি। অবশেষে সেই আকাঙ্ক্ষা বাস্তব রূপ নিচ্ছে বিয়ের মাধ্যমে। রঙিন আয়োজনে গায়ে হলুদ সম্পন্ন হওয়ার পর, আজ সোমবার তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
গায়ে হলুদ: বেগুনি-কালোর স্নিগ্ধ মিলন
গতকাল রোববার রাজধানীর মধুমতি মডেল টাউনে অনুষ্ঠিত হয় তাদের গায়ে হলুদ। পুরো আয়োজনেই ছিল কঠোর গোপনীয়তা, তবে আমন্ত্রিতদের উচ্ছ্বাসে ফুটে উঠেছে আনন্দের রঙ। মেহজাবীন বেছে নিয়েছিলেন বেগুনি রঙের লেহেঙ্গা, আর রাজীবের পরনে ছিল কালো কাবলি পাঞ্জাবি ও পায়জামা—যেন পরিপূর্ণ চমৎকার এক যুগলবন্দি।
বন্ধু-স্বজনের সান্নিধ্যে মুগ্ধ আয়োজন
পরিবারের সদস্যদের পাশাপাশি কাছের বন্ধু-বান্ধবের উপস্থিতিতে হয়ে ওঠে আরও রঙিন এই আয়োজন। অতিথিদের তালিকায় ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, মোস্তফা কামাল রাজ, রায়হান রাফী, নঈম ইমতিয়াজ নেয়ামুল, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সাবিলা নূর, তমা মির্জা, সিয়াম আহমেদ, এলিটা করিমসহ আরও অনেকে।
গোপনীয়তা, নিয়মের কড়াকড়ি ও অপেক্ষার প্রহর
গায়ে হলুদে ছবি তোলার বিষয়ে বর-কনের পক্ষ থেকে ছিল কড়াকড়ি। অতিথিদের ব্যক্তিগত মোবাইল ফোনে ছবি না তোলার অনুরোধ জানিয়ে একাধিকবার ঘোষণা দেওয়া হয়। কারণ? বিয়ের প্রতিটি মুহূর্তের বিশেষ ছবি নিজেই শেয়ার করবেন মেহজাবীন! তার পোস্টের পরই অতিথিরা নিজেদের মুহূর্তগুলো প্রকাশ করতে পারবেন।
প্রেমের গল্পের শুভ পরিণতি
প্রেমের গুঞ্জন বহুদিনের, তবে আনুষ্ঠানিক ঘোষণা এসেছিল গত ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এক রেস্টুরেন্টে সম্পন্ন হয় তাদের আক্দ। আমন্ত্রণপত্রে লেখা ছিল—‘মহিউদ্দিন চৌধুরী ও গাজালা চৌধুরীর আদরের কন্যা মেহজাবীন চৌধুরীর সঙ্গে বাসেদুল আলম ও সাবেকুন নাহারের ছেলে আদনান আল রাজীবের শুভ বিবাহ।’
আজ সেই মাহেন্দ্রক্ষণ!
একই ভেন্যুতে আজ অনুষ্ঠিত হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। কাছের মানুষদের নিয়েই পরিণতি পেতে যাচ্ছে এক সুন্দর প্রেমের গল্প।