সেকশন

সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
Independent Television
 

ঈদ ইত্যাদিতে এবারও বিদেশিদের নাটিকা

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৪:১৭ পিএম

প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে বিদেশি নাগরিকদের নিয়ে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে ইত্যাদিতে তুলে ধরছেন বরেণ্য নির্মাতা-সঞ্চালক হানিফ সংকেত। শুরুর দিকে বিষয়টি ১০/১২ জন বিদেশির মধ্যে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে তা কখনও কখনও শতকের ঘরেও পৌঁছেছে। আর এই বিদেশিদের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে। 

বিদেশিদের নিয়ে মূলত তাঁদের মাতৃভাষার বদলে বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয় করিয়ে তুলে ধরা হয় দেশীয় লোকজ সংস্কৃতি, গ্রামীণ কুসংস্কার, বিভিন্ন অসঙ্গতি, সামাজিক সমস্যা, গ্রামীণ খেলাধুলা প্রভৃতি। এসব ঘটনার পরিসমাপ্তি ঘটে চমৎকার একটি বক্তব্যের মাধ্যমে। ইতিমধ্যে তাই ঢাকায় বসবাসরত বিদেশিদের কাছে ‌‘হানিফ সংকেত’ ও ‘ইত্যাদি’ বেশ জনপ্রিয়। বিদেশিরা প্রায়ই তাঁদের বন্ধু-বান্ধব ও সহকর্মীদের ইত্যাদির এই পর্বের ব্যাপারে উৎসাহিত করেন। তাঁরা মনে করেন এটি তাদের জীবনে একটি নূতন অভিজ্ঞতা, অন্যরকম আনন্দ, যা মানুষকে সচেতন করতে ভূমিকা রাখে। 

বিদেশিদের নিয়ে শুটিংয়ে হানিফ সংকেত। ছবি: ফাগুন অডিও ভিশন

এবারের ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত পর্বে অংশগ্রহণ করেছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীন, সুইডেন, রোমানিয়া, ডেনমার্ক, ইন্দোনেশিয়া, প্যারাগুয়ে, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকরা। এ দেশের বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাঁরা। শত ব্যস্ততার মধ্যেও বিদেশিরা তাঁদের ছুটির দিনগুলোতে ইত্যাদির জন্য মহড়ায় অংশ নেন। বিদেশিদের নিয়ে এবারের ঈদে হানিফ সংকেত নির্মাণ করেছেন ‘গুজব’ নিয়ে একটি চমৎকার নাটিকা।

‘গুজব’ মানে হচ্ছে ‘অপতথ্য’, অর্থাৎ অযাচাইকৃত তথ্য; যা দিনকে রাত আর সত্যকে মিথ্যা বানিয়ে দেয়, নিশ্চিত বিষয়কে করে তুলে অনিশ্চিত। একটি পরিবারের মধ্যে গুজব ছড়ানোর কারণে সম্পর্কে টানাপোড়েন, পারিবারিক কলহ ও মানসিক অশান্তি তৈরি হতে পারে। ব্যাহত করতে পারে সামাজিক সম্প্রীতি ও সংহতি। গুজবের কারণে সম্পর্কের এই টানাপোড়েনই তুলে ধরা হয়েছে এবারের বিদেশিদের পর্ব। পাশাপাশি বরাবরের মতোই রয়েছে একটি গানে বিদেশিদের অংশগ্রহণে বিশেষ নৃত্য।

ঈদ ইত্যাদির শুটিংয়ে হানিফ সংকেত ও বিদেশি নাগরিকরা। ছবি: ফাগুন অডিও ভিশন

বিদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানতে চাইলে হানিফ সংকেত বলেন, ‘তারা অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সাথে যে আত্মীক বন্ধন তৈরি হয়, তা কখনোই ভোলার নয়। আশা করি, প্রতিবারের মতো এবারও এই পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।’

প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বিটিভিতে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

মা হয়েছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। নাম রেখেছেন মরিয়াম সর্বজয়া শানু আজাদ। শুরুতে দেশের হাসপাতালের অধীনে চিকিৎসা নিলেও নরমাল...
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস...
সে সাইফ। নীতিবান, সৎ, এবং প্রেমে উন্মুখ এক মানুষ। আর আয়াত? সমাজের এক ভয়ঙ্কর মুহূর্ত থেকে নিজেকে বাঁচাতে ছটফট করা এক তরুণী। আয়াতকে রক্ষা করতে গিয়ে সাইফ এমন এক অপরাধের দায় স্বীকার করে নেয়, যা সে আদৌ...
গাছের নিচে গামছা পরে শুয়ে থাকা অবস্থায় ভাইরাল হওয়া ছবি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অভিনেতা সমু চৌধুরী। জানালেন, মানসিকভাবে সুস্থ আছেন এবং ঘটনাটি ছিল মাজার ভ্রমণ ও আধ্যাত্মিক সময় কাটানোর অংশ। গত...
সুফিয়া কামাল ছিলেন একজন সংগঠক, নারী আন্দোলনের পুরোধা। তাঁর জীবনে বিশাল একটি ক্ষেত্র ছিল। তিনি সকলকেই নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তিনি সংগ্রাম, কাব্য চর্চা এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নারী...
বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ও সিলেট–৬ আসনের বিএনপি দলীয় মনোনয়নপ্রত্যাশী আ ম অহিদ আহমদের উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে। রোববার...
গত বিশ বছর ধরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সঙ্গে জর্জ ডব্লিউ বুশ নামটা জড়ানো ছিল। এখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করছেন যেন এই যুদ্ধের সঙ্গে তাঁর নামও জড়ায়। ট্রাম্পের হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে...
কর ফাঁকির অভিযোগে বেশ ক’জন তারকার ব্যাংক হিসাব জব্দ হয়েছে। সেই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি। অনেকে সেই নামকেই ধরে নেন নুসরাত ইমরোজ তিশা! এবার বিষয়টি...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.