সেকশন

রোববার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২
Independent Television
 

মহিলা সমিতিতে ‘তৌহিদী জনতা’ নামে চিঠি, ‘শেষের কবিতা’র প্রদর্শনী বাতিল

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পিএম

চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে আজ রোববার থেকে রাজধানীর নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে টানা দুইদিন ‌‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনীর আয়োজন করেছিল নাট্যসংগঠন প্রাঙ্গণেমোর। কিন্তু শেষ মুহূর্তে ‘তৌহিদী জনতা’র হুমকি দেওয়া এক চিঠি পেয়ে নাটকটির প্রদর্শনী বাতিল করেছে মহিলা সমিতি কর্তৃপক্ষ। 

নাটকটির প্রদর্শনী বাতিলের বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে প্রাঙ্গণেমোর ও মহিলা সমিতি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রোববার (১৩ এপ্রিল) শেষের কবিতা নাটকের নির্দেশক নূনা আফরোজ ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘‘এরইমধ্যে নাটকটির জন্য আমরা সব রকমের প্রস্তুতি শেষ করেছিলাম। কিন্তু সকালে হঠাৎ আমাদেরকে জানানো হলো যে, মিলনায়তনের বরাদ্দ বাতিল করেছে মহিলা সমিতি। ‘তৌহিদী জনতা’ তাদের হুমকি দিয়ে চিঠি দিয়েছে।’’

এই পরিস্থিতি থেকে প্রতিকার চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে একটি খোলা চিঠি লিখেছেন নির্দেশক-অভিনেত্রী নূনা আফরোজ।

খোলা চিঠিতে তিনি লেখেন, ‘আজ সকাল দশটায় যখন আমাদের নাটকের সেট রওনা হয়ে গেছে, ঠিক তখন মহিলা সমিতি থেকে ফোন করে জানাল তৌহিদী জনতা তাঁদেরকে চিঠি দিয়েছে, মহিলা সমিতিতে যেন কোনো প্রদর্শনী করতে না দেয়া হয়।’

প্রতিকার চেয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে খোলা চিঠি লিখেছেন নূনা আফরোজ। ছবি: সংগৃহীত

যোগ করে তিনি লেখেন, ‘‘আজ চৈত্রসংক্রান্তী এবং আগামীকাল পহেলা বৈশাখে আমাদের ‘শেষের কবিতা’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা। আমরা মহিলা সমিতিকে দুইদিনের হল ভাড়া দিয়ে দিয়েছি। প্রচার, প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি, সকল আয়োজন সম্পন্ন। আয়োজনের প্রতিটি সেক্টরে খরচ করা হয়ে গেছে। আমাদের ছেলে-মেয়েরা অক্লান্ত পরিশ্রম করছে এতদিন ধরে।’’

সংস্কৃতি উপদেষ্টার উদ্দেশে নূনা আফরোজ লেখেন, ‘আপনার জানবার কথা আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে, জীবন থেকে অনেক কিছু বিসর্জন দিয়ে থিয়েটার করি। আমরা মহিলা সমিতিকে বলেছি, আপনারা প্রশাসনের সাহায্য নেন, প্রশাসন অপারগতা প্রকাশ করলে নাহয় আমরা প্রদর্শনী নাইবা করলাম। মহিলা সমিতি জানাল কত কিছুই তো হচ্ছে প্রশাসন তো বন্ধ করতে পারছে না। এ কথা বলার পর তো আর কিছু বলার থাকে না। আমরাও চাই না মহিলার সমিতির কোনো ক্ষতি হোক বা আমাদের ছেলে-মেয়েদের কোনো ক্ষতি হোক।’

ইনডিপেনডেন্ট ডিজিটালের হাতে এসেছে মহিলা সমিতিতে পাঠানো তৌহিদী জনতার সেই চিঠি। ছবি: সূত্রের মাধ্যমে পাওয়া

শেষে তিনি লেখেন, ‘জনাব সংস্কৃতি উপদেষ্টা, বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাকে, আপনি কি কোনো ব‍্যবস্থা নেবেন আমরা যেন আমাদের আজ এবং আগামীকালের প্রদর্শনী যাতে দুটো নির্বিঘ্নে করতে পারি? এরকম করে থিয়েটার বন্ধ করে দেওয়াকে প্রতিহত করুন প্লিজ।’ 

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর পক্ষ থেকে কোনো সাড়া পাননি বলে জানান নূনা আফরোজ।

এদিকে, এই বিষয়ে মহিলা সমিতির ব্যবস্থাপনা কর্মকর্তা গাজী ইব্রাহিম ফিরোজ বলেন, ‘মধ্যে দুইদিন অফিস ছুটি ছিল। তারপর আজ অফিসে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে জানায় যে তৌহিদী জনতা চিঠি দিয়েছে, আমরা নাটকটির প্রদর্শনী করতে পারছি না। তারপরই মূলত প্রাঙ্গণেমোর নাট্যদলকে বিষয়টি জানানো হয়।’

তবে মহিলা সমিতিতে ‘তৌহিদী জনতা’ কবে চিঠি পাঠিয়েছে, সেটি নিশ্চিত করতে পারেননি গাজী ইব্রাহিম ফিরোজ।

অন্যদিকে, শেষের কবিতা নাটকের প্রদর্শনী বাতিলের প্রতিবাদ জানিয়ে মহিলা সমিতির সামনে আজ বিকেল সাড়ে ৫টায় মানববন্ধন করবেন প্রাঙ্গণেমোর নাট্যদলের সদস্যরা। নির্দেশক-অভিনেত্রী নূনা আফরোজ বলেন, ‘এভাবে ক’দিন পরপর নাটকের প্রদর্শনী বাতিল হয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। তাই আমরা আজ বিকেলে কস্টিউম পরেই এর প্রতিবাদ জানাব। মানবন্ধন করব।’

গাছের নিচে গামছা পরে শুয়ে থাকা অবস্থায় ভাইরাল হওয়া ছবি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অভিনেতা সমু চৌধুরী। জানালেন, মানসিকভাবে সুস্থ আছেন এবং ঘটনাটি ছিল মাজার ভ্রমণ ও আধ্যাত্মিক সময় কাটানোর অংশ। গত...
ঈদুল আজহায় দর্শকদের বিনোদনে মাতাতে টিভি চ্যানেলগুলো প্রস্তুত করেছে বিশেষ নাটক ও টেলিফিল্মের আয়োজন। আজ ঈদের ৭ম দিন (১২ জুন) প্রচার হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের একাধিক নাটক। রোমান্স,...
ঈদুল আজহায় দর্শকদের বিনোদনে মাতাতে টিভি চ্যানেলগুলো প্রস্তুত করেছে বিশেষ নাটক ও টেলিফিল্মের আয়োজন। আজ ঈদের ৬ষ্ঠ দিন (১১ জুন) প্রচার হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের একাধিক নাটক। রোমান্স,...
ঈদুল আজহায় দর্শকদের বিনোদনে মাতাতে টিভি চ্যানেলগুলো প্রস্তুত করেছে বিশেষ নাটক ও টেলিফিল্মের আয়োজন। আজ ঈদের পঞ্চম দিন (১১ জুন) প্রচার হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের একাধিক নাটক। রোমান্স,...
বগুড়ায় মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবা শাকিল আহমেদকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক জিতু ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
দু’জনেই ছিলেন রূপালি পর্দার কিংবদন্তি। এক জন কণ্ঠের জাদুকর, আর অন্য জন অপরূপা রূপসী। প্রেম, বিচ্ছেদ, বিয়ে আর মৃত্যু—সব মিলে কিশোর কুমার ও মধুবালার জীবনের গল্প যেন এক করুণ উপন্যাস। এক সময়ে প্রেমে...
সাম্প্রতিক সংঘাতের সময়ে ভারতীয় বিমানবাহিনীর রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার পাকিস্তানি দাবিকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন ডাসল্ট এভিয়েশনের প্রধান নির্বাহী (সিইও) এরিক ট্র্যাপিয়ার। আজ শনিবার এক...
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলা ও মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এসএআই আমির হোসেনসহ চারজনকে।  আজ রোববার সকালে তাদের কারাগার থেকে এই মামলায়...
লোডিং...

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.