মৃত্যুসংবাদ শোনামাত্রই ঘোড়া নিয়ে সেখানে ছুটে যান কিশোরগঞ্জের মনু মিয়া। গোরখোদক তিনি। বিনাপারিশ্রমিকে এ পর্যন্ত কবর খুঁড়েছেন ৩ হাজারের বেশি। দীর্ঘ ৫০ বছর ধরে এভাবেই তিনি মানুষের শেষযাত্রায় আন্তরিকতার হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সম্প্রতি দুষ্কৃতকারীরা তাঁর সেই ঘোড়াটিকে হত্যা করেছে। মনু মিয়ার ঘোড়া হত্যার এই খবর ছুঁয়ে গেছে অভিনেতা খায়রুল বাসারকেও।
সোমবার (১৯ মে) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, ‘মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। ঘোড়া কিনে দেওয়ার বিনিময়ে আমার কবর খোঁড়া পর্যন্ত আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন। কেউ যদি মনু মিয়ার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারেন কৃতজ্ঞ থাকব।’
খোঁজ পেয়ে এদিন রাতেই হাসপাতালে মনু মিয়ার সঙ্গে দেখা করেন অভিনেতা। সেই ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করে মনু মিয়াকে ‘নায়ক’ বলে সম্বোধন করলেন তিনি।
খায়রুল বাসার লেখেন, ‘আজ এক নায়কের সাথেই দেখা হলো আমার। আমি নিজ চোখে এক নায়ককেই দেখে আসলাম, বুক মেলালাম এক নায়কের সাথে! আজন্ম এক নায়ক মনু মিয়া। এই নায়কের গল্প বলব শিগগিরই। এটুকু বলি, মনু মিয়া অসহায় না, বরং অসহায়ের সহায় হয়ে ওঠার প্রচণ্ড শক্তি আছে তার। এই দিশাহীন সমাজে এক আদর্শের নাম মনু মিয়া।’
প্রসঙ্গত, কিশোরগঞ্জের হাওরাঞ্চল ইটনার বাসিন্দা মনু মিয়া। অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই সুযোগে তাঁর বাড়ি থেকে ঘোড়াটি নিয়ে গিয়ে হত্যা করেছে কিছু দুষ্কৃতকারী। বিষয়টি এরইমধ্যে সামাজিকমাধ্যমে নেটিজেনদের আলোচনায় উঠে এসেছে।