ডার্ক কমেডি থ্রিলার ঘরানার আইস্ক্রিনের অরিজিনাল ওয়েব ফিল্ম ‘পার্টি’। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। ওয়েব ফিল্মটি লিখেছেন এবং নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রিয়াদ মাহমুদ।
এতে অভিনয় করেছেন জুনায়েদ বাগদাদী, লামিমা লাম, শরীফ সিরাজ, সাদ নাওভি, দস্তগীর শান, আবদুল্লাহ আল সেন্টু, আলমগীর হোসেন, বাধন খান, ফারুক আহমেদসহ একঝাক তরুণ অভিনেতা।
নিজের প্রতিটি কাজেই আলাদা একটা দর্শন রাখতে চান রিয়াদ মাহমুদ। সেজন্য সবচেয়ে বেশি জোর দেন তাঁর গল্প, চিত্রনাট্য আর গল্প-বলার নতুনত্বে। ওয়েব ফিল্মটি প্রসঙ্গে এই নির্মাতার ভাষ্য, ‘এটি একটি তারুণ্যনির্ভর থ্রিলার কমেডি ঘরানার গল্প। যেখানে দেখা যায়, কিছু তরুণ বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে পার্টি করার সিদ্ধান্ত নেয়। পার্টিতে এসে উপস্থিত হন আমন্ত্রণের বাইরের এক ব্যক্তি এবং সেই ব্যক্তি পার্টির মোড়ই বদলে দেন। আর তারপর থেকে ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। আর সেই অপ্রত্যাশিত ঘটনাগুলোই ডার্ক কমেডি জার্নিতে একের পর এক টুইস্টের মধ্যদিয়ে কোথায় গিয়ে শেষ হয় তা দেখতেই চোখ রাখতে হবে আইস্ক্রিনের পর্দায়।’
পরিচালকের ভাষ্য, ‘শেষটা আনপ্রেডিক্টেবল আর সেজন্যই দর্শককে বসে থাকতে হবে এবং গল্পটি শেষ করেই উঠতে হবে। আশা করি দর্শক বিশেষ করে তরুণরা পার্টি পছন্দ করবেন। ধন্যবাদ আইস্ক্রিনকে নতুন কনটেন্ট আর গল্প বলায় ভরসা রাখার জন্য।’
একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী লামিমা লাম। তাঁর চরিত্রের নাম ‘নীরা’। নিজের চরিত্র ও কাজের অভিজ্ঞতা নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘নীরা চরিত্রটি নিয়ে বেশ কিছু টুইস্ট আছে। আমার চরিত্রটিও বেশ হিউমারাস, যা কাজটি প্রকাশের পরই দর্শকরা বুঝতে পারবে। যদি গল্প ও নির্মাণ নিয়ে বলি, তাহলে বলব এটি একটি দুর্দান্ত কাজ হয়েছে। যেহেতু বেশিরভাগ দৃশ্যই রাতে শুট করা, দর্শকরা অবশ্য গল্প থেকে চিত্রায়ন সবকিছুতেই ব্যতিক্রম কিছু খুঁজে পাবেন। কারণ এমন ঘটনা বাস্তবে আমাদের সমাজে ঘটলেও পর্দায় দেখা যায় না। তাই কাজটি করে আমি খুবই আনন্দিত। আর নির্মাতাও খুব সুন্দর একটি গল্পের প্লট তুলে এনেছেন। পুরো তারুণ্যনির্ভর একটি কাজ এটি। আশা করছি, ওয়েব ফিল্মটি সবার ভালো লাগবে।’
‘জ্যাক’ চরিত্রে অভিনয় করেছেন শরীফ সিরাজ। তিনি বলেন, ‘বর্তমানের বাজার-চলতি থ্রিলার, রোমান্স, রিভেঞ্জ গল্পের বাইরে গিয়ে পরিচালক এই কনটেন্টের গল্প সাজিয়েছেন। কিন্তু সে গল্পে ড্রামা আছে, রহস্য আছে, অ্যাডভেঞ্চার আছে। ভিন্ন একটা কনটেন্ট হিসেবে আমি পার্টি নিয়ে খুবই ইতিবাচক। দর্শক উপভোগ করবে পার্টির সব আয়োজন।’
আবদুল্লাহ আল সেন্টু বলেন, ‘আমার চরিত্রটি খুবই মজার। দর্শক আমাকে এইবার একটু কম সিরিয়াস চরিত্রে দেখবে এবং মজা পাবে। আমি হচ্ছি বড়লোক বন্ধুদের মধ্যে একমাত্র গরীব, আর আমার ভুলেই এই গল্পের মোড় বদলে যাবে। আরে বেশি বলে ফেললাম? না না, আর বলা যাবে না। দর্শক এই গল্প দেখে পরিপূর্ণ বিনোদন পাবে এতটুকু বলতে পারি।’
আগামী ১ জুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে এই ওয়েব ফিল্ম।