সেকশন

শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
Independent Television
 

‘পার্টি’ নিয়ে আসছেন জুনায়েদ-সেন্টু-লামরা

আপডেট : ২১ মে ২০২৫, ০৯:০০ এএম

ডার্ক কমেডি থ্রিলার ঘরানার আইস্ক্রিনের অরিজিনাল ওয়েব ফিল্ম ‘পার্টি’। সম্প্রতি এর শুটিং শেষ হয়েছে। ওয়েব ফিল্মটি লিখেছেন এবং নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রিয়াদ মাহমুদ।

এতে অভিনয় করেছেন জুনায়েদ বাগদাদী, লামিমা লাম, শরীফ সিরাজ, সাদ নাওভি, দস্তগীর শান, আবদুল্লাহ আল সেন্টু, আলমগীর হোসেন, বাধন খান, ফারুক আহমেদসহ একঝাক তরুণ অভিনেতা।

পার্টি শুটিংয়ে অভিনয়শিল্পীরা। ছবি: আইস্ক্রিন

নিজের প্রতিটি কাজেই আলাদা একটা দর্শন রাখতে চান রিয়াদ মাহমুদ। সেজন্য সবচেয়ে বেশি জোর দেন তাঁর গল্প, চিত্রনাট্য আর গল্প-বলার নতুনত্বে। ওয়েব ফিল্মটি প্রসঙ্গে এই নির্মাতার ভাষ্য, ‌‘এটি একটি তারুণ্যনির্ভর থ্রিলার কমেডি ঘরানার গল্প। যেখানে দেখা যায়, কিছু তরুণ বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে পার্টি করার সিদ্ধান্ত নেয়। পার্টিতে এসে উপস্থিত হন আমন্ত্রণের বাইরের এক ব্যক্তি এবং সেই ব্যক্তি পার্টির মোড়ই বদলে দেন। আর তারপর থেকে ঘটতে থাকে একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। আর সেই অপ্রত্যাশিত ঘটনাগুলোই ডার্ক কমেডি জার্নিতে একের পর এক টুইস্টের মধ্যদিয়ে কোথায় গিয়ে শেষ হয় তা দেখতেই চোখ রাখতে হবে আইস্ক্রিনের পর্দায়।’ 

পরিচালকের ভাষ্য, ‘শেষটা আনপ্রেডিক্টেবল আর সেজন্যই দর্শককে বসে থাকতে হবে এবং গল্পটি শেষ করেই উঠতে হবে। আশা করি দর্শক বিশেষ করে তরুণরা পার্টি পছন্দ করবেন। ধন্যবাদ আইস্ক্রিনকে নতুন কনটেন্ট আর গল্প বলায় ভরসা রাখার জন্য।’

একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী লামিমা লাম। তাঁর চরিত্রের নাম ‘নীরা’। নিজের চরিত্র ও কাজের অভিজ্ঞতা নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘নীরা চরিত্রটি নিয়ে বেশ কিছু টুইস্ট আছে। আমার চরিত্রটিও বেশ হিউমারাস, যা কাজটি প্রকাশের পরই দর্শকরা বুঝতে পারবে। যদি গল্প ও নির্মাণ নিয়ে বলি, তাহলে বলব এটি একটি দুর্দান্ত কাজ হয়েছে। যেহেতু বেশিরভাগ দৃশ্যই রাতে শুট করা, দর্শকরা অবশ্য গল্প থেকে চিত্রায়ন সবকিছুতেই ব্যতিক্রম কিছু খুঁজে পাবেন। কারণ এমন ঘটনা বাস্তবে আমাদের সমাজে ঘটলেও পর্দায় দেখা যায় না। তাই কাজটি করে আমি খুবই আনন্দিত। আর নির্মাতাও খুব সুন্দর একটি গল্পের প্লট তুলে এনেছেন। পুরো তারুণ্যনির্ভর একটি কাজ এটি। আশা করছি, ওয়েব ফিল্মটি সবার ভালো লাগবে।’

পার্টি ওয়েব ফিল্মের অভিনয়শিল্পীরা। ছবি: আইস্ক্রিন

‘জ্যাক’ চরিত্রে অভিনয় করেছেন শরীফ সিরাজ। তিনি বলেন, ‘বর্তমানের বাজার-চলতি থ্রিলার, রোমান্স, রিভেঞ্জ গল্পের বাইরে গিয়ে পরিচালক এই কনটেন্টের গল্প সাজিয়েছেন। কিন্তু সে গল্পে ড্রামা আছে, রহস্য আছে, অ্যাডভেঞ্চার আছে। ভিন্ন একটা কনটেন্ট হিসেবে আমি পার্টি নিয়ে খুবই ইতিবাচক। দর্শক উপভোগ করবে পার্টির সব আয়োজন।’

আবদুল্লাহ আল সেন্টু বলেন, ‘আমার চরিত্রটি খুবই মজার। দর্শক আমাকে এইবার একটু কম সিরিয়াস চরিত্রে দেখবে এবং মজা পাবে। আমি হচ্ছি বড়লোক বন্ধুদের মধ্যে একমাত্র গরীব, আর আমার ভুলেই এই গল্পের মোড় বদলে যাবে। আরে বেশি বলে ফেললাম? না না, আর বলা যাবে না। দর্শক এই গল্প দেখে পরিপূর্ণ বিনোদন পাবে এতটুকু বলতে পারি।’ 

আগামী ১ জুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে এই ওয়েব ফিল্ম।

বলিউডে রাজকীয় বিয়ের যে চল, তার পথিকৃৎ বলা যায় কারিশমা কাপুরকে। ২০০৩ সালে মুম্বাইয়ে দাদু রাজ কাপুরের বাড়িতে চার দিন ধরে হয়েছিল এলাহি আয়োজন—সংগীত, মেহেদি, বিয়ে, রিসেপশন—সব মিলিয়ে যেন এক...
ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ছবিতে অভিনয় করে শাকিব খানের বিপরীতে আলোচনায় এসেছেন ছোট পর্দার তারকা সাবিলা নূর। আলোচনা চলছে আরেক জনপ্রিয় টিভি অভিনেতা ফারহান আহমেদ জোভানকে নিয়েও। ঈদে প্রচারিত জোভান...
ঈদুল আজহায় দর্শকদের বিনোদনে মাতাতে টিভি চ্যানেলগুলো প্রস্তুত করেছে বিশেষ নাটক ও টেলিফিল্মের আয়োজন। আজ ঈদের ৭ম দিন (১২ জুন) প্রচার হতে যাচ্ছে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের একাধিক নাটক। রোমান্স,...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিনেতা সমু চৌধুরীর কিছু ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা-পরা অবস্থায় গাব গাছের নিচে শুয়ে রয়েছেন তিনি! নেটিজেনদের ধারণা,...
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, এতে এখন পর্যন্ত ৮০ জন নিহত হয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সরাসরি...
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মো. আরিয়ান (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কবাখালি বাজার সংলগ্ন মাইনি নদীর মুখে এ ঘটনা ঘটে।
অন্তত ১৩ জুলাইয়ের আগে দলবদল হচ্ছে না, ১৪ আগস্টের আগে মাঠেই নামানো যাবে না। কিন্তু তাঁকে দলে নেওয়ার খবরটি আর চেপে রাখা যাচ্ছিল না। তাই গতকালই ঘোষণা এসেছে, ১৭ বছর বয়সী আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো...
চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রধান...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.