সেকশন

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
Independent Television
 

পরিবারের কাছে সমু, ব্যাখ্যা দিলেন পুরো ঘটনার

আপডেট : ১৩ জুন ২০২৫, ০৩:৫২ পিএম

গাছের নিচে গামছা পরে শুয়ে থাকা অবস্থায় ভাইরাল হওয়া ছবি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অভিনেতা সমু চৌধুরী। জানালেন, মানসিকভাবে সুস্থ আছেন এবং ঘটনাটি ছিল মাজার ভ্রমণ ও আধ্যাত্মিক সময় কাটানোর অংশ।

গত বৃহস্পতিবার ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা পরে শুয়ে থাকা অবস্থায় সমুর ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ছবিটি নিয়ে বিভ্রান্তি তৈরি হলে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখে। দিবাগত রাত তিনটায় তাঁর চাচাতো ভাই রাইসুল ইসলাম এবং অভিনয়শিল্পী সংঘের সদস্যরা গিয়ে তাঁকে পরিবারের জিম্মায় নেন। বর্তমানে তিনি যশোর সদরের নতুন বাজারের বাসায় বিশ্রামে আছেন।

জানা যায়, সমু চৌধুরী মাজারভক্ত। কাজ না থাকলে প্রায় সময় তিনি মাজারে যান। এবার ঈদ কাটিয়েছেন যশোরে, মায়ের সঙ্গে। ঈদের ছুটি শেষে গত মঙ্গলবার যশোর থেকে ঢাকার মিরপুরের বাসায় ফেরেন তিনি। পরদিন পরিচিত একজনের সঙ্গে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে যান, এক কাপড়ে।

অন্যদিকে সমু চৌধুরী বলেন, ‘‘এটা খুবই লজ্জাজনক। আমি ভোরবেলা নামাজ পড়ে, নদীতে গোসল করে এখানে ঘুমিয়েছিলাম। আমি এক কাপড়েই এসেছিলাম। যশোরে ছিলাম, যশোর থেকে ফিরে আসার পরেই হঠাৎ করে ছোট ভাইরা বলছিল, মিশকিন শাহে যাবেন নাকি। আমি বললাম, কোথায়? পরে মনে পড়লো। আমি তাদের বললাম, সেখানে তো আমি গিয়েছিলাম। তারপর আমি তাদের সঙ্গে আসছি।’’

মাজারে এভাবেই পাওয়া যায় সমু চৌধুরীকে। ছবি ফেসবুক থেকে নেওয়াএই অভিনেতা আরও বললেন, ‘সারাদিন আড্ডা মেরেছি, এখানকার যে কুতুবরা আছেন, যারা খাদেম আছেন, যারা পাগল আছেন, কথা বলছি, আড্ডা দিয়েছি। আমার জীবনের সঙ্গে, তাদের জীবনের মিল খুঁজছি, নাটক খুঁজছি। আমি বুঝলাম না এতে তোদের কী?  তিনি বলেন, ‘তোরা আউলিয়া বুঝিস না, পাগল বুঝিস না, একটা ছবি তুলে দিয়ে দিলি, এটা তো ভাইরাল হয়ে গেছে।’  

সমু চৌধুরী ছাত্রজীবনে যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। টানা ১০ বছর উদীচীর হয়ে পথনাটক, মঞ্চনাটক ও গণসংগীত করেছেন। পরে ঢাকা উদীচী, ঢাকা থিয়েটার, নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। ১৯৯০ সালে আতিকুল হক চৌধুরীর ‘সমৃদ্ধ অসীম’ নাটকের মধ্য দিয়ে টিভি নাটকে যাত্রা শুরু করেন। এরপর ‘জন্মভূমি’, ‘সাতপৌরে কাব্য’, ‘এই সময়ের গল্প’, ‘জিনের বাদশা’, ‘সোনালী রোদ্দুর’, ‘এবং আমি’, ‘সবুজের হলুদ ব্যাধি’, ‘দূরের আকাশ’সহ বেশ কিছু নাটকে অভিনয়ের মধ্য দিয়ে জায়গা করে নেন জনপ্রিয় অভিনেতার তালিকায়।

 

ভারতের মুম্বাইয়ে হিন্দি সিনেমা ‘মালিক’–এর সংবাদ সম্মেলনে গিয়ে ভাষা নিয়ে বিতর্কে জড়ালেন জনপ্রিয় বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের পত্রিকা সংবাদ প্রতিদিন-এর...
প্রথমবারের মতো বাংলাদেশে মুুক্তি পাচ্ছে নেপালি চলচ্চিত্র। আগামী ১৮ জুলাই জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে দেশটির দর্শক সমাদৃত সিনেমা ‘মিসিং: কেটি হারায়েকো সুচনা’। সাফটা...
ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। প্রথম ধাপে এ ধারাবাহিক নাটকটির ১-৮ পর্ব দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলে। এবার প্রচারে আসছে...
ভালোবাসা ও রহস্যনির্ভর গল্পে নির্মিত নাটক ‘ভালোবাসা প্রমাণিত’। পরিচালনা করেছেন সোহেল আরমান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও কেয়া পায়েল। 
প্রাথমিকভাবে অপরাধে সংশ্লিষ্টতা না পেলে আসামি খালাস দিতে পারবেন ম্যাজিস্ট্রেট, সিআরপিসিতে নতুন ধারা যুক্ত করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
হামজা চৌধুরী, সামিত সোমদের আগমণে র‍্যাঙ্কিংয়ে এগোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে আজ ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমেছে বাংলাদেশ। মেসির আর্জেন্টিনা শীর্ষে, ব্রাজিল পাঁচ নম্বরে, রোনালদোর পর্তুগাল...
পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা। বৃহস্পতিবার ইসিতে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএমের ব্যবহার থাকছে না। এছাড়া...
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ যদি বল হাতে লড়াই করার কিঞ্চিত আশা দেখে থাকেও-বা, সেটা মিটিয়ে দিতে শ্রীলঙ্কার পাওয়ার প্লে-র বেশি লাগল না! ততক্ষণেই যে ম্যাচের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা শেষ!...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর

 
By clicking ”Accept”, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and improve marketing.