হাস্যরসাত্মক একটি গল্পে নির্মিত নাটক ‘চাকরিসূত্রে পাওয়া বউ’। যেখানে স্বামী-স্ত্রীর বন্ধনের প্রতি জোরালো বার্তা দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা বর্ণ নাথ। নাটকটি লিখেছেন এন ডি আকাশ।
কেন্দ্রীয় চরিত্র সিহাবের ভূমিকায় অভিনয় করেছেন শামীম হাসান সরকার। তাঁর সঙ্গে ফারিয়া চরিত্রে জুটি বেঁধেছেন তানিয়া বৃষ্টি। গল্পে দেখা যাবে, সিহাব অল্পদিনের মধ্যে অফিসে বেশ সুনাম কুড়ায়। তার সততায় মুগ্ধ হয়ে অফিসের মালিক তার মেয়ে ফারিয়াকে সিহাবের সাথে বিয়ে দেয়। সিহাবের খুশি যেন ধরে না। মালিকের মেয়ে, এমনকি কোম্পানির ডিরেক্টর! সুখ আর সুখ, শান্তি আর শান্তি। জীবনে কোনো চিন্তা নেই আর!
কিন্তু বিয়ের পর যা ঘটে, তাতে মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা। বাসর রাত থেকেই সিহাব ও ফারিয়ার মাঝে কোনো স্বামী-স্ত্রীর সম্পর্ক নেই! তাদের সংসার যেন দ্বিতীয় অফিস। ফারিয়া কথায় কথায় সিহাবকে হুকুম করে। সিহাব স্বামী না, যেন হুকুমের গোলাম! সারাদিন অফিস করে বাসায় আসার পর ল্যাপটপ ধরিয়ে দেয় কাজ করার জন্য। ফারিয়ার হুকুম পালন করতে গিয়ে এক ইঞ্চি এদিক-সেদিক হলে সিহাবের অবস্থা শোচনীয় হয়ে যায়।
একপর্যায়ে ফারিয়া ক্ষিপ্ত হয়ে সিহাবকে অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারি বানিয়ে দেয়। অফিসের লোকজন তাকে দেখে মজা নেয়। সিহাব প্রতিশোধ নেওয়ার জন্য বাসায় ফারিয়াকে লাঠি নিয়ে কাজ করাতে থাকে। ফারিয়াকে দিয়ে বাজার করায়, রান্না করায়। এতে ফারিয়া আরও ক্ষিপ্ত হয়ে যায়। অফিসের কাজ দিয়ে একটানা দিন-রাত বসে থাকতে বলে। সিহাব যন্ত্রণায় অতীষ্ঠ হয়ে চাকরি ও স্ত্রী দুটোই ছাড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে কি পারবে ছাড়তে?
জানা যায়, শুক্রবার (৪ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায় নাটকটি প্রচার হবে।